মে মাসে ওপ্পো তাদের সাব ব্র্যান্ড রিয়েলমির সূচনা করে এবং রিয়েলমি 1 নামে তাদের প্রথম ফোন লঞ্চ হয়। কিছু দিন আগে খবর পাওয়া যায় কোম্পানি এই ফোনটির আপগ্ৰেডেড ভার্সন রিয়েলমি 2 নামে একটি ফোন লঞ্চ করতে চলেছে এবং আজ ভুলবশত কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে লিক হয়ে যায়। আপাতত ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি তবে লুক ও ডিজাইন সেই ইমেজ থেকে স্পষ্ট দেখা যায়। এমনকি আগের ফোনের সঙ্গে এর পার্থক্যও স্পষ্ট বোঝা যাচ্ছে।
লিক।হওয়া ফোটো অনুযায়ী রিয়েলমি 2 তেও ডায়মন্ড গ্লাস ডিজাইন দেওয়া হবে। এবারের ফ্রন্ট প্যানেলে নচ ডিসপ্লে ও ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। কোম্পানির ওয়েবসাইটে ফোনটির ব্লু ও ব্ল্যাক কালারের ভেরিয়েন্ট দেখানো হয়েছে। ফোনটির বডি গ্লাস দিয়ে তৈরি এবং ফ্রেম মেটালের। রিয়েলমি 1 এ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছিল না। এই ফোনটির অন্যতম বড় বিশেষত্ব হল এতে এতে কোম্পানি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করেছে। এই ফোনে ব্যাক প্যানেলে ওভাল শেপে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
এখনও পর্যন্ত যা জানা গেছে সেই তথ্য অনুযায়ী এই ফোনটি মিডিয়াটেক হেলিও পি60 চিপসেটে রান করতে পারে। কোম্পানি ফোনটির তিনটি মডেল পেশ করতে পারে যেমনটা গতবার রিয়েলমি 1 এর সঙ্গে হয়েছিল। জানা গেছে এই ফোনটিও মিড বাজেটে পেশ করা হবে এবং এদেশে ফোনটির দাম 15,000 টাকার মধ্যে থাকবে ও ফোনটি আগস্টের শেষ সপ্তাহে বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে লঞ্চ করা হতে পারে।
13 এমপি ক্যামেরা, 3,050 এমএএইচ ব্যাটারী ও ফেস আনলক ফিচারের সঙ্গে টেকনো লঞ্চ করল দুটি সস্তা বেজল লেস স্মার্টফোন
অপরদিকে টেক ওয়েবসাইট জিএসএম এরিনাতে ফোনটির রিটেইল বক্সের ফোটো শেয়ার করা হয়েছে। বক্সের মাঝখানে বড় করে 2 ও নিচের দিকে রিয়েলমি লেখা আছে। কোম্পানির পক্ষ থেকে বক্সটি রেড ও হোয়াইট কালারে বানানো হয়েছে। তবে বক্সে কোথাও কোনো স্পেসিফিকেশন দেখা যাচ্ছে না।
রিয়েলমি সম্পর্কে পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানি 2018-2019 এর মধ্যে এদেশে 3-4 টি স্মার্টফোন লঞ্চ করবে। সবকটি ফোনের দাম 20,000 টাকার মধ্যে রাখা হবে। ফোনগুলি 5,000 টাকা থেকে শুরু করে 20,000 টাকা দামে লঞ্চ হবে। অর্থাৎ কোম্পানি একই সঙ্গে লো বাজেট ও দুর্দান্ত স্পেসিফিকেশনযুক্ত মিড বাজেট স্মার্টফোন পেশ করবে।