রিয়েলমি 2 প্রোর দাম কমল 2,000 টাকা, জেনে নিন নতুন দাম

ওপ্পোর সাব ব্র‍্যান্ড রিয়েলমির ভারতে আসার পর খুব বেশি দিন সময় যায়নি। কিন্তু নিজেদের ফোনের দৌলতে কোম্পানি ভারতে নিজের এক বিশেষ জায়গা বানিয়ে নিয়েছে। কোম্পানি তার ফ‍্যানদের জন্য উপড়ারস্বরূপ তাদের রিয়েলমি 2 প্রোর সমস্ত ভেরিয়েন্টের দাম 2,000 টাকা কমিয়ে দিয়েছে।

মার্কেটে ধামাকা করতে আসছে গ‍্যালাক্সি নোট 10, 4 রেয়ার ক‍্যামেরা ও ডুয়েল স্ক্রিনের সঙ্গে হবে লঞ্চ

81মোবাইলস রিয়েলমি 2 প্রোর দাম কমার কথা মোবাইল রিটেইলারের থেকে পেয়েছে। রিটেইলার জানিয়েছেন ফোনটির অফলাইন কমানো হয়েছে। এর ফলে আশা করা হচ্ছে কোম্পানি খুব তাড়াতাড়ি তাদের রিয়েলমি 3 প্রো লঞ্চ করতে চলেছে। কোম্পানি রিয়েলমি 3 লঞ্চের সময়‌ই রিয়েলমি 3 প্রো লঞ্চের কথা জানিয়ে দিয়েছিল। এপ্রিল মাসেই রিয়েলমি 3 প্রো লঞ্চ হতে পারে।

ভারতীয় বাজারে রিয়েলমি 2 প্রোর তিনটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছিল এবং তিনটির দাম‌ই 2,000 টাকা কমানো হয়েছে। ফোনটির 4 জিবি র‍্যাম/64 জিবি মেমরি, 6 জিবি র‍্যাম/64 জিবি মেমরি ও 8 জিবি র‍্যাম/128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 13,990 টাকা, 15,990 টাকা ও 17,990 টাকা ছিল। কিন্তু দাম কমার পরে ফোনগুলি যথাক্রমে 11,990 টাকা, 13,990 টাকা ও 15,990 টাকার বিনিময়ে কেনা যাবে।

বদলে যেতে চলেছে আপনার হোয়াটস‌অ্যাপ, খুব তাড়াতাড়ি যুক্ত হবে এই পাঁচটি ফিচার

ফোনে 6.3 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন আছে, যার স্ক্রিন রেজলিউশন 1080 × 2340 পিক্সেল। এছাড়া এই ফোনে 19.5:9 স্ক্রিন রেশিও আছে। রিয়েলমি 2 প্রো কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 660 চিপসেটে রান করে। ফোটোগ্ৰাফির জন্য রিয়েলমি 2 প্রোতে 16 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে যা এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সযুক্ত। সেলফি ও ভিডিও কলিঙের জন্য ফোনের নচে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

এই ফোনটি কালার ওএস 5.2 তে কাজ করে যা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1 অরিওযুক্ত। এতে গেম মোড, ডুয়েল অ্যাপস ও স্প্লিট স্ক্রিনের মতো আকর্ষণীয় কিছু ফিচার আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here