বদলে যেতে চলেছে আপনার হোয়াটস‌অ্যাপ, খুব তাড়াতাড়ি যুক্ত হবে এই পাঁচটি ফিচার

ইন্ট‍্যান্ট ম‍্যাসেজিং অ্যাপ হোয়াটস‌অ্যাপ আজ পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় ম‍্যাসেজিং অ্যাপ। ভারতসহ গোটা বিশ্বে এই অ্যাপ ব‍্যাবহারকারীর সংখ্যা 120 কোটির‌ও বেশি। সমস্ত ইউজারদের কথা মাথায় রেখে হোয়াটস‌অ্যাপ মাঝে মধ্যে নতুন নতুন ফিচার যোগ করতে থাকে। এক‌ই ভাবে গত বছর কোম্পানি বেশ কয়েকটি নতুন ফিচার যুক্ত করে। এবছরেও এমনি কিছু হতে চলেছে। এখনও পর্যন্ত সামনে আসা তথ্য অনুযায়ী আমরা আপনাদের সেইসব উক্ত ফিচারগুলি সম্পর্কে জানাতে চলেছি, যা খুব তাড়াতাড়ি হোয়াটস‌অ্যাপে যোগ করা হবে। এই ফিচারের মাধ্যমে আপনি কোনো গ্ৰুপে যুক্ত থাকলে নিজে সেট করতে পারবেন কে আপনার নাম্বার দেখতে পারবে আর কে পারবে না।

4 জিবি র‍্যাম ও 4,230 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল ওপ্পো এ7এন, জেনে নিন ফোনটি সম্পর্কে সবকিছু

হোয়াটস‌অ্যাপ দীর্ঘদিন ধরে চেষ্টা করে চলেছে যে তারা অন‍্যান‍্যদের তুলনায় ইউজারদের বিশষ অনুভব করাতে। এই কারণেই এই অ্যাপটি অন‍্যান‍্য ইন্স‍্যান্ট ম‍্যাসেজিং অ্যাপের থেকে অনেক বেশি জনপ্রিয়। কিছু দিন আগে হোয়াটস‌অ্যাপ ডার্ক মোড ফিচার ও ফিঙ্গারপ্রিন্ট আনলক ফিচার সম্পর্কে জানা গেছিল, যা আপাতত টেস্টিং চলছে। চলুন সেইসব আগামী হোয়াটস‌অ্যাপ ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।

ফিঙ্গারপ্রিন্ট ফিচার
আগামী দিনে হয়তো হোয়াটস‌অ্যাপে একটি নতুন ফিচার দেখা যেতে পারে। এই ফিচারটি মূলত আপনার প্রাইভেসি আরও শক্তিশালী করার জন্য আনা হবে। হোয়াটস‌অ্যাপে সিকিউরিটির জন্য অ্যাপেই ফিঙ্গারপ্রিন্ট ফিচার আসতে চলেছে। অর্থাৎ এবার ইউজার তার হোয়াটস‌অ্যাপ অ্যাকাউন্টে একটি বিশেষ ফিঙ্গারপ্রিন্ট ব‍্যবহার করতে পারবেন। এই ফিঙ্গারপ্রিন্ট যতক্ষণ না ইউজার নিজে আনলক করবেন ততক্ষণ হোয়াটস‌অ্যাপ অ্যাকাউন্ট‌ও খুলবে না। আপাতত এই ফিচার আইওএসে আছে এবং খুব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েডেও দেখা যাবে।

খুব তাড়াতাড়ি লঞ্চ হবে স‍্যামসাং গ‍্যালাক্সি এ20ই, কম দামের সঙ্গে থাকবে শক্তিশালী ফিচার

শর্ট লিঙ্ক ফিচার
মূলত শর্ট লিঙ্ক ফিচার কোম্পানি অ্যাপে বিজনেসের জন্য পেশ করতে চলেছে। এই ফিচারটি আইওএস ইউজারদের জন্য। এই ফিচারের সাহায্যে ইউজার তার বিজনেস লিঙ্ক জেনারেট করতে পারবেন।

ইন অ্যাপ ব্রাউজার
খুব তাড়াতাড়ি ইন্স্টাগ্ৰাম ও ফেসবুকের মতো হোয়াটস‌অ্যাপেও ইন অ্যাপ ব্রাউজার নামের ফিচার দেখা যাবে। এর সাহায্যে অ্যাপেই যে কোনো লিঙ্ক ওপেন করা যাবে। লিঙ্ক ওপেন হ‌ওয়ার সঙ্গে সঙ্গে সেই লিঙ্ক সিকিওর কি না সেই ব‍্যাপারেও জানা যাবে।

ভোডাফোন আরও একবার আনল 50 ও 100 টাকার প্রিপেইড প্ল‍্যান‌, জেনে নিন লাভ

সার্চ ইমেজ ফিচার
এই আগামী ফিচারের সাহায্যে ইউজার ইমেজ সার্চ করতে পারবেন। এর মাধ্যমে ইউজার জানতে পারবেন যে ছবি তিনি এক্সচেঞ্জ করছেন তা ঠিক না ভুল।

ম‍্যাসেজ ফরোয়ার্ড ফিচার
এই ফিচারের সাহায্যে সেইসব ম‍্যাসেজে ফ্রিকোয়েন্টলি ফরোয়ার্ডের লেবেল দেখা যাবে যেগুলি চারবারের বেশি ফরোয়ার্ড করা হবে। এই ফিচারটি ফেক নিউজের জন্য পেশ করা হতে পারে।

এআই ক‍্যামেরা ও মিডিয়াটেকের শক্তিশালী প্রসেসরের সঙ্গে লঞ্চ হল এলজি কে12+, জেনে নিন দাম ও ফিচার

কোম্পানির নতুন ফিচার প্রাইভেসি সেটিঙে যোগ করা হয়েছে। এর সাহায্যে আপনি এটি নির্ধারণ করতে পারবেন কোন হোয়াটস‌অ্যাপ গ্ৰুপে আপনাকে কে যোগ করতে পারবে। এর জন্য তিনটি অপশন দেওয়া হবে। প্রথম অপশনের সাহায্যে আপনাকে কেউ কোনো গ্ৰুপে অ্যাড করতে পারবে না।

দ্বিতীয় অপশনে বলা হয়েছে শুধুমাত্র আপনার কন্ট‍্যাক্টসে যাদের নাম্বার থাকবে তারাই আপনাকে কোনো গ্ৰুপে অ্যাড করতে পারবে। তৃতীয় অপশন ব‍্যবহার করলে যে কোনো ব‍্যাক্তি আপনাকে যে কোনো গ্ৰুপে অ্যাড করতে পারবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here