Redmi Note 7 Pro কে টক্কর দিতে এল Realme 3 Pro, জেনে নিন ফোনটি সম্পর্কে সবকিছু

চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি রিয়েলমি আজ ভারতে তাদের নতুন ফোন Realme 3 Pro লঞ্চ করে দিয়েছে। কোম্পানির সিইও মাধব শেঠ ও কোম্পানির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে ফোনটির বিভিন্ন টিজার পেশ করা হচ্ছিল। আজ ফোনটি লঞ্চ হ‌ওয়ায় এতদিনের সমস্ত লিকের সত‍্যতা প্রমাণ হয়ে গেল। মূলত Realme 3 Pro মার্কেটের Redmi Note 7 Pro কে কড়া টক্কর দেবে। চলুন ফোনটির দাম, সেল ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

শাওমিক টক্কর দিতে এল Asus ZenFone Live L2, একবার চার্জ করলে চলবে 42 দিন

দাম ও সেল
কোম্পানি Realme 3 Pro ফোনটি ভারতে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। ফোনটির প্রথম ভেরিয়েন্টে 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেও আছে, এর দাম 16,999 টাকা। এবং দ্বিতীয় ভেরিয়েন্টে 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি আছে, এই ভেরিয়েন্টটির দাম 13,999 টাকা। এই ফোনটি 29 এপ্রিল থেকে ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।

ডিসপ্লে ও ডিজাইন
Realme 3 Pro ফোনটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লেসহ পেশ করা হয়েছে, কোম্পানি এর নাম রেখেছে ডিউড্রপ। এতে ফুল এইচডি+ রেজলিউশন সাপোর্টেড 6.3 ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে। ফ্রন্ট প‍্যানেলে দেওয়া নচের মধ্যেই সেলফি ক‍্যামেরা অবস্থিত এবং এর ডিসপ্লে অত্যন্ত ন‍্যাশানাল বেজলযুক্ত। Realme 3 Pro এর ব‍্যাক প‍্যানেলে বাঁদিক ঘেঁষে ভার্টিক‍্যাল শেপে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপের নিচে ফ্ল‍্যাশ লাইট আছে। এছাড়া ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ফোনের নিচের প‍্যানেলে ইউএসবি পোর্ট ও 3.5 এম‌এম অডিও জ‍্যাক আছে। এই ফোনের বাঁদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন ও ডানদিকের প‍্যানেলে পাওয়ার বাটন দেওয়া হয়েছে।

র‍্যাম ও স্টোরেজ
Realme 3 Pro ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। একটি ভেরিয়েন্টে 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং অপরটিতে 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল মেমরি আছে। Realme 3 Pro এর দুটি ভেরিয়েন্টেই মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ডুয়েল ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে Xiaomi Redmi Y3, কোম্পানি পেশ করল ভিডিও

অপারেটিং সিস্টেম ও চিপসেট
Realme 3 Pro ফোনটি কোম্পানির পক্ষ থেকে অ্যান্ড্রয়েডের সবচেয়ে লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে যা কালার ওএস 6.0 যুক্ত। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 710 চিপসেট দেওয়া হয়েছে। প্রসঙ্গত এই চিপসেট 10 এন‌এম টেকনিকযুক্ত এবং এটি ফোনকে অত্যন্ত স্মুথ ও ল‍্যাগ ফ্রি প্রসেস করায়।

ফোটোগ্ৰাফি
Realme 3 Pro তে ফ্রন্ট প‍্যানেলে এআই বিউটি ফিল্টারযুক্ত 25 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে একটি ক‍্যামেরা সেন্সর 16 মেগাপিক্সেলের এবং দ্বিতীয় সেন্সরটি 5 মেগাপিক্সেলের। এই ক‍্যামেরা সেট‌আপ বোকে এফেক্টের সঙ্গে সুপার স্লো মোশান ভিডিও রেকর্ডিং করতে সক্ষম।

ব‍্যাটারী
Realme 3 Pro এর ব‍্যাটারী সম্পর্কে কোম্পানির সিইও মাধব শেঠ দীর্ঘদিন ধরে হিন্ট দিচ্ছিলেন। আজ ফোনটি লঞ্চের পর জানা গেছে এতে 4,045 এম‌এএইচের বড় ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here