শাওমিক টক্কর দিতে এল Asus ZenFone Live L2, একবার চার্জ করলে চলবে 42 দিন

Asus তাদের নতুন স্মার্টফোন ZenFone Live L2 পেশ করে দিয়েছে। কোম্পানি তাদের Asus ZenFone Live L2 ফোনটি গ্লোবাল ওয়েবসাইটে লিস্টেড করেছে। প্রসঙ্গত Asus ZenFone Live L2 ফোনটি গত বছর মে মাসে লঞ্চ করা ZenFone Live L1 এর আপগ্ৰেডেড ভার্সন। কোম্পানি লিস্টিঙে ডিভাইসের দাম ও সেল সম্পর্কে কিছু জানায়নি। তবে এই লিস্টিং থেকে ফোনটির সমস্ত ফিচার ও স্পেসিফিকেশন জানা গেছে।

ডুয়েল ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে Xiaomi Redmi Y3, কোম্পানি পেশ করল ভিডিও

ডিজাইন
Asus ZenFone Live L2 এর ডিজাইন সম্পর্কে বলার সময় প্রথমেই বলতে হয় এর ওপর এবং নিচের দিকে বর্ডার আছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে সিঙ্গেল রেয়ার ক‍্যামেরা আছে। ডিজাইন দেখে মনে হচ্ছে এটি একটি বাজেট স্মার্টফোন হবে যা বাজারের অন‍্যান‍্য ফোনগুলিকে যথেষ্ট টক্কর দেবে। অফিসিয়াল লিস্টিঙে Asus ZenFone Live L2 এর দুটি কালার ভেরিয়েন্টের কথা বলা হয়েছে, যথাক্রমে সকেট রেড ও কসমিক ব্লু। দুটি ফোনেই গ্ৰেডিয়েন্ট ফিনিশ দেখা যাবে।

স্পেসিফিকেশন
এই ফোনে 5.5 ইঞ্চির এইচডি (720 × 1440 পিক্সেল) আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 82.3 শতাংশ। এই ফোনটি বিভিন্ন মার্কেটে কোয়াভকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 430 বা কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 425 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হবে। Asus ZenFone Live L2 ফোনে 2 জিবি র‍্যামের সঙ্গে 16 জিবি ও 32 জিবি ইন্টারনাল মেমরি আছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 2 টিবি পর্যন্ত বাড়ানো যায়।

আজ লঞ্চ হচ্ছে Realms 3 Pro, দেখুন লঞ্চ ইভেন্ট লাইভ

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেল বা 8 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। কানেক্টিভিটির জন্য এতে ওয়াইফাই 802.11 ভি/জি/এন, ব্লুটুথ 4.0, জিপিএস, 4জি ভোএলটিই সাপোর্টের সঙ্গে মাইক্রো ইউএসবি 2.0 আছে। এর সঙ্গে ZenFone Live L2 তে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 3,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here