Realme 5 Pro এখন রিটেইল স্টোরেও বিক্রি হবে, জেনে নিন ফোনটির অফলাইন দাম

Realme গত মাসে ভারতে তাদের পোর্টফোলিও বাড়িয়ে এক সঙ্গে দুটি নতুন স্মার্টফোন Realme 5 এবং  Realme 5 Pro লঞ্চ করেছে। এই দুটি স্মার্টফোন‌ই Realme ব্র‍্যান্ডের প্রথম এমন স্মার্টফোন যা কোয়াড রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। এই দুটি স্মার্টফোন কোম্পানি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে যা এখনও পর্যন্ত শুধুমাত্র শপিং সাইট ফ্লিপকার্টে সেল করা হত। কিন্তু এবার ফ‍্যানদের খুশি করার জন্য Realme তাদের Realme 5 Pro ফোনটি অফলাইন সেলের জন‍্য‌ও পেশ করে দিয়েছে। অর্থাৎএখন চাইলে আপনি এই অসাধারণ স্মার্টফোনটি আপনার নিকটবর্তী রিটেইল স্টোর থেকেও কিনতে পারবেন। 

Jio Fiber এর এফেক্ট, BSNL Bharat Fiber আবার পেশ করল 777 টাকার ব্রডব্যান্ড প্ল‍্যান

নতুন দাম

ভারতে Realme 5 Pro ফোনটি 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি, 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি এবং 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরিযুক্ত তিনটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির অফলাইন দাম 500 টাকা বাড়ানো হয়েছে। Realme 5 Pro ফোনটির 4 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 13,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল কিন্তু অফলাইন প্ল‍্যাটফর্মে ফোনটি 14,499 টাকা দামে সেল করা হবে। 

এক‌ই ভাবে অনলাইন প্ল‍্যাটফর্মে Realme 5 Pro এর 6 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 14,999 টাকা দামে সেল করা হয় কিন্তু অফলাইন রিটেইল স্টোরে এই ভেরিয়েন্ট 15,499 দামে সেল করা হচ্ছে। Realme 5 Pro ফোনটির সবচেয়ে বড়ো ভেরিয়েন্ট অর্থাৎ 8 জিবি র‍্যাম ভেরিয়েন্টটি কোম্পানির পক্ষ থেকে 16,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, কিন্তু অফলাইন প্ল‍্যাটফর্মে এই ভেরিয়েন্টটি 17,499 টাকা দামে কেনা যাবে। 

Xiaomi কে টক্কর দিতে Motorola পেশ করল Smart TV, প্রাথমিক দাম মাত্র 13,999 টাকা

Realme 5 Pro 

স্পেসিফিকেশনের দিক থেকে Realme 5 Pro ফোনটি Realme 5 এর থেকে যথেষ্ট আলাদা। এতে 6.3 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 712 চিপসেটে রান করে। ফোটোগ্ৰাফির জন্য Realme 5 সিরিজে 119 ডিগ্রি ফিল্ড অফ ভিউয়ের সঙ্গে একটি আল্ট্রা ওয়াইড সেন্সর এবং একটি 4 সেন্টিমিটার মাইক্রোস্কোপিক ফোকাল লেন্সের সঙ্গে সুপার ম‍্যাক্রো সেন্সর আছে। এই তিনটি ছাড়া এই সেট‌আপে একটি পোর্ট্রেট লেন্স‌ও আছে যা এর চতুর্থ সেন্সর। 

ফোটোগ্ৰাফির জন্য Realme 5 Pro এর ব‍্যাক প‍্যানেলে চারটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। Realme 5 Pro এ রেয়ার ক‍্যামেরা সেট‌আপ 48 + 8 + 2 + 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সরযুক্ত। এতে সেলফি ও ভিডিও কলের জন্য 16 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে VOOC ফ্ল‍্যাশ চার্জ 3.0 টেকনিকযুক্ত 4,035 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটিও অ্যান্ড্রয়েড 9.0 পাইয়ের সঙ্গে কালার ওএস 6.0 তে কাজ করে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here