শীঘ্রই ভারতে লঞ্চ হবে 5G কানেক্টিভিটিযুক্ত Realme 8 এবং Realme 8 Pro, জানাল কোম্পানি

কয়েক দিন আগে রিয়েলমি ভারতে তাদের নতুন স্মার্টফোন সিরিজ হিসেবে ‘রিয়েলমি 8’ সিরিজ পেশ করেছিল। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে Realme 8 এবং Realme 8 Pro স্মার্টফোন লঞ্চ করা হয়। ভারতের মার্কেটে ফোনদুটির 4জি ভেরিয়েন্ট আনা হয়েছিল। লঞ্চের দিন থেকেই শোনা যাচ্ছিল কোম্পানি ফোনদুটির 5জি ভেরিয়েন্ট‌ও লঞ্চ করবে। কোম্পানি সিরিজের লঞ্চ ইভেন্টের মঞ্চেই ঘোষণা করেছিল Realme 8 Pro এর 5জি মডেলের টেস্টিং চলছে এবং খুব তাড়াতাড়ি লঞ্চ করে দেওয়া হবে। এবার রিয়েলমি ইন্ডিয়ার অফিসিয়াল সাপোর্ট অ্যাকাউন্ট জানিয়ে দিয়েছে শীঘ্রই দুটি ফোনের‌ই 5জি ভেরিয়েন্ট মার্কেটে লঞ্চ করা হবে। লঞ্চের আগেই Realme 8 5G ভেরিয়েন্ট সার্টিফিকেশন সাইটে দেখা গেছে।

জানা গেছে টুইটারে

রিয়েলমি ইন্ডিয়ার সাপোর্ট অ্যাকাউন্ট টুইটারে একটি প্রশ্নের উত্তর দেওয়ায় মধ্য দিয়ে জানিয়েছে কোম্পানি খুব তাড়াতাড়ি ভারতে 5জি স্মার্টফোন লঞ্চ করবে। রিয়েলমি এখনও পর্যন্ত এই ফোনগুলির লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানায়নি। তবে স্পষ্ট বোঝা যাচ্ছে কোম্পানি শীঘ্রই Realme 8 5G এবং Realme 8 Pro 5G পেশ করবে।

এপ্রিলেই হতে পারে লঞ্চ

আশা করা হচ্ছে ভারতে এপ্রিল 2021 এর মধ্যেই Realme 8 5G এবং Realme 8 Pro 5G লঞ্চ করা হবে। এই 5জি ফোনদুটি লঞ্চের পাশাপাশি কোম্পানি কয়েক দিন আগে সামনে আসা Realme 8i ফোনটিও লঞ্চ করতে পারে। একটি মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠ জানিয়েছেন Realme 8 5G এর দাম Realme 8 Pro 5G এর থেকে কম‌ই হবে।

স্পেসিফিকেশন

আপাতত রিয়েলমি 8 সিরিজের 5জি ভেরিয়েন্টগুলির সম্পর্কে কিছু জানা যায়নি। Realme 8 5G ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 700 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হতে পারে। ফোনটি RMX3241 মডেল নাম্বারের সঙ্গে এফসিসি ওয়েবসাইটে লিস্টেড করা হয়েছে। এই লিস্টিং থেকে জানা গেছে এতে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে। অন‍্যদিকে প্রো মডেলটি ডায়মেনসিটি 800ইউ চিপসেটে রান করতে পারে। Realme 8i সম্পর্কে কিছুই জানা যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here