লিক হল Realme 9 5G এর স্পেসিফিকেশন, Realme 8 5G এর মতো হবে ফিচার

রিয়েলমি বর্তমানে তাদের নাম্বার সিরিজের আপকামিং ফোন Realme 9 5G লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে FCC ওয়েবসাইটে Realme 9 5G ফোনটি লিস্টেড করা হয়েছে। ফোনটি দেখতে কিছুটা Realme 8 5G ফোনটির মতোই হবে। আমেরিকার রেগুলেটিং অথরিটির মাধ্যমে কোম্পানির এই আগামী ফোনটির ছবি ও কিছু স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। এর থেকে জানা গেছে আপকামিং Realme 9 5G এবং Realme 8 5G ফোনদুটির মধ্যে বেশি পার্থক্য হবে না। Realme 9 5G ফোনটি মিডিয়াটেকের Dimensity 810 চিপসেটসহ লঞ্চ করা হবে। জানিয়ে রাখি গত বছর কোম্পানি তাদের Realme 8 5G ফোনটি Dimensity 700 চিপসেটের সঙ্গে পেশ করেছিল।

Realme 9 5G এর স্পেসিফিকেশন

FCC লিস্টিং থেকে জানা গেছে আপকামিং Realme 9 5G এর সাইজ, ব‍্যাটারি ক‍্যাপাসিটি এমনকি ক‍্যামেরা সেন্সর পর্যন্ত Realme 8 5G এর মতো হবে। লিস্টিং থেকে আরও জানা গেছে এই ফোনে মিডিয়াটেকের MT6833P চিপসেট দেওয়া হবে যা কোম্পানির 8 সিরিজে ব‍্যবহৃত হয়েছিল। অনেকে এটিকে Dimensity 700 চিপসেটের সঙ্গে গুলিয়ে ফেলেন যার মডেল নাম্বার MT6833।

আপকামিং Realme 9 5G ফোনটিতে 5,000 এম‌এএইচের ব‍্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে। ডেটা ট্রান্সফার ও চার্জিঙের জন্য ফোনের নিচের প‍্যানেলে USB-C পোর্ট থাকবে।

লঞ্চ হবে Realme 9 Pro সিরিজ

আপকামিং Realme 9 5G ফোনটিতে পাঞ্চ হোল কাট‌আউটযুক্ত 6.5 ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হবে। এই কাট‌আউটের মধ্যে 16MP ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হতে পারে। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে 48MP প্রাইমারি ক‍্যামেরা এবং দুটি 2MP ক‍্যামেরা সেন্সরযুক্ত ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে। কোম্পানি এই মাসেই Realme 9 5G ফোনটির সঙ্গে সঙ্গে Realme 9 Pro ও Realme 9 Pro+ ফোনদুটিও লঞ্চ করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here