iPhone ইউজারদের জন্য Vodafone Idea বন্ধ করে দিল প্ল‍্যান, সমস‍্যার মুখে বহু উপভোক্তা

গত বছর Vodafone Idea তাদের Apple iPhone গ্ৰাহকদের জন্য Forever প্ল‍্যানের ঘোষণা করেছিল। কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে এই টেলিকম কোম্পানি আইফোন ফরেভার প্ল‍্যান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্ল‍্যানটি কোম্পানি পোস্টপেইড গ্ৰাহকদের জন্য পেশ করেছিল, যার দাম রাখা হয় 649 টাকা। RED iPhone Forever নামে পেশ করা এই প্ল‍্যানটি শুধুমাত্র আইফোন ইউজাররাই উপভোগ করতে পারতেন। 

আরও পড়ুন: Exclusive: মার্চ মাসে ভারতে আসবে iQOO ব্র‍্যান্ড, এটি হবে Vivo এর চেয়ে একদম আলাদা

ভোডাফোন ইন্ডিয়ার হেডের কথা অনুযায়ী, “15 জানুয়ারি, 2020 থেকে আইফোন ফরেভার প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমান গ্ৰাহকরা যারা 649 বা তার বেশি দামের প্ল‍্যান রিচার্জ করেননি এবং আইফোনের জন্য নিজেদের রেজিস্টার করেননি তারা 31 জানুয়ারি, 2020 পর্যন্ত সময় পাবেন। যারা আগে থেকে রেজিস্টার করিয়েছেন তারা তাদের রেজিস্ট্রেশনের দিন থেকে পরবর্তী এক বছর পর্যন্ত এই পরিষেবা উপভোগ করতে পারবেন। কিন্তু এক বছর শেষ হয়ে গেলে আর কিছু কথা যাবে না।”

কী সুবিধা পাওয়া যেত?

ভোডাফোন আইডিয়ার 649 টাকার ‘আইফোন ফরেভার’ প্ল‍্যানে মূলত ইউজারদের ডেটা ও কলিঙের বেনিফিট দেওয়া হত। কোম্পানি এই প্ল‍্যানের সঙ্গেই ‘iPhone Forever Program’ অফার করে। এই প্রোগ্রামে ভোডাফোন পোস্টপেইড ইউজারদের আইফোনের জন্য রিপ্লেস ও আপগ্ৰেডের অপশন দেওয়া হত। এছাড়াও এই প্ল‍্যানে আনলিমিটেড লোকাল ও এসটিডি ভয়েস কল দেওয়া হয়, যা কোনোরকম এফ‌ইউপি চার্জ ছাড়াই কাজ করে।

আরও পড়ুন: Paytm ও Phonepe কে টেক্কা দিতে My Jio অ্যাপে এল UPI অপশন

এই প্ল‍্যানে ইউজারদের আনলিমিটেড ন‍্যাশানাল রোমিঙের সুবিধাও দেওয়া হত। এছাড়া ডেটা সেল‌ওভার 200 জিবি পর্যন্ত উপভোগ করা যেত। এই প্ল‍্যানটি বন্ধ হয়ে যাওয়ার ফলে আইফোন ইউজাররা যথেষ্ট উদগ্রীব হয়ে পড়েছেন।

আইফোন ইউজারদের জন্য এই পোস্টপেইড প্ল‍্যানটি যথেষ্ট সুবিধার ছিল, কারণ এই প্ল‍্যানে অন‍্যান‍্য লাভের সঙ্গে ডিভাইসের সিকিউরিটিও পাওয়া যেত। এই প্ল‍্যানটি ভোডাফোন ছাড়া আইডিয়া গ্ৰাহকদের জন‍্য‌ও সেল‌আউট করা হয়েছিল।

সোর্স

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here