ফ্লিপকার্ট থেকে জানা গেল Realme Buds Air এর দাম, লঞ্চ হবে 17 ডিসেম্বর

ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টে Realme Buds Air এর দাম জানিয়ে দেওয়া হয়েছে। কোম্পানি তাদের এই প্রথম ট্রুলি ওয়ারলেস ইয়ারফোন আগামী 17 ডিসেম্বর অফিসিয়ালি লঞ্চ করবে। অনেকটা Apple AirPods এর মতো দেখতে এই Realme Buds Air ফ্লিপকার্টে 4,999 টাকা দামে লিস্টেড করা হয়েছে।

আরও পড়ুন : Exclusive : চলে এল OnePlus 8 Lite এর রেন্ডার, এতে থাকবে ডুয়েল রেয়ার ক‍্যামেরা ও পাঞ্চ হোল ডিসপ্লে

Realme Buds Air ট্রুলি ওয়ারলেস ইয়ারফোন ছাড়াও কোম্পানি Realne 5i Realme XT 730G ফোনদুটিও লঞ্চ করবে। কিছু দিন আগে কোম্পানির সিইও মাধব শেঠ টুইট করে জানিয়েছিলেন Realme XT 730G ফোনটির স্টার ওয়ার এডিশন‌ও পেশ করা হবে। অন‍্যদিকে কয়েক দিন আগে Realne 5i ফোনটি ওয়াইফাই অ্যালায়েন্স, থাইল্যান্ডের সার্টিফিকেশন সাইট NBTC এবং ভারতের BIS এ দেখা গেছে।

ওয়েবসাইটে Realme 5 সিরিজের এই আগামী স্মার্টফোন RNX2030 মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। BIS এ এই ফোনটি দেখার পর থেকে মনে করা হচ্ছে কোম্পানি তাদের Realne 5i ফোনটিও 17 ডিসেম্বর লঞ্চ করতে পারে।

আরও পড়ুন : সারপ্রাইজ দিল Vodafone, FUP লিমিট তুলে নিয়ে গোটা দেশে এখন কলিং ফ্রি, সঙ্গে নিয়ে এল আরও তিনটি সস্তা প্ল‍্যান

Realme XT স্পেসিফিকেশন

Realme XT তে 6.4 ইঞ্চির সুপার এমোলেড ডিউড্রপ নচ ডিসপ্লে আছে। এই ফোনটি গ্লাস বডি দিয়ে তৈরি এবং ফোনটির ফ্রন্ট ও ব‍্যাক উভয় প‍্যানেলে প্রোটেকশনের জন্য কর্নিং গোরিলা গ্লাস 5 ব‍্যবহার করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত কালার ওএস 6 এর সঙ্গে পেশ করা হয়েছে এবং ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 712 এআই চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য Realme XT তে অ্যাড্রিনো 616 জিপিইউ আছে।

Realme XT একটি ডুয়েল সিম ফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। এই ফোনে বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার দেওয়া হয়েছে। Realme XT 730G এর ক্ষেত্রে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 30 ওয়াট VOOC ফ্ল‍্যাশ চার্জিং টেকনোলজিযুক্ত 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেখা যাবে যা ইউএসবি টাইপ সি দিয়ে চার্জ করা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here