বিগত কিছু দিন ধরে স্মার্টফোন কোম্পানি গুলি ভারতে নিজের ফোনের দাম বাড়িয়ে চলেছে। আবার Realme কিছু দিন আগে লঞ্চ হওয়া নিজের সস্তা 5G ফোন Realme 8 5G এর দাম বাড়িয়ে ছিল। আবার এখন কোম্পানি নিজের লো বাজেটের Realme C21 এর দাম বাড়ালো। ফোনের দুটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের দাম বাড়ানো হয়েছে। আপনাকে মনে করিয়ে দিই যে Realme এর C সিরিজের মধ্যে এই ফোনটি এই বছরের এপ্রিলে পেশ করা হয়েছিল। আসুন আগে আপনাকে Realme C21 এর নতুন দামের সাথেই ফোনের সব স্পেসিফিকেশন্সের সম্পর্কে জানাই।
নতুন দাম
91মোবাইল্স অফলাইন স্টোরের মাধ্যমে Realme C21 এর দাম বাড়ার খবর জানতে পেরেছে। ফোনের দুটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের দামে 500 টাকা বাড়ানো হয়েছে। Realme C21 স্মার্টফোনের 3GB র্যাম আর 32GB স্টোরেজের দাম এখন 8,499 টাকা আর 4GB র্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 9,499 টাকা হয়ে গেছে।
Realme C21 এর specifications
যদি কথা বলা হয় এই ফোনের স্পেসিফিকেশন্সের তাহলে এই ফোনে 6.5 ইঞ্চি এইচডি+ (720×1,600 পিক্সেল) ডিসপ্লে দেওয়া আছে, যার সাথে 20:9 আস্পেক্ট রেশিও আছে। এছাড়া ফোনটি অক্টাকোর মিডিয়াটেক হেলিয়ো জী35 প্রসেসর যুক্ত। ফোনে 3GB র্যাম আর 4GB র্যামের সাথে 32 জিবি আর 64 জিবি স্টোরেজ আছে, যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোটোগ্রাফির জন্য রিয়েলমি সি21 এ আপনি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ পাবেন, যার প্রাইমারি ক্যামেরা 13 মেগাপিক্সেলের, এছাড়া এতে আপনি দুটি 2 মেগাপিক্সেলের সেন্সর পাবেন। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য ফোনে 5 মেগাপিক্সেলের ক্যামেরা আছে।
কানেক্টিভিটির জন্য ফোনে 4জি এলটিই, Wi-Fi 802.11 b/g/n, ব্লুটুথ ভি5.0, জিপিএস/এ/জিপিএস, মাইক্রো-ইউএসবি আর 3.5mm হেডফোন জ্যাক আছে। ফোনে 5,000 এমএএইচ এর ব্যাটারী দেওয়া আছে, যার সাথে রিভার্স চার্জিং সাপোর্টও আছে। এছাড়া রিয়েলমি সি21 ফোন অ্যান্ড্রয়েড 10 আধারিত Realme UI এ কাজ করে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন