ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে অন্য দেশে লঞ্চ হল Realme C3, দেখুন ভারতীয় মডেলের চেয়ে কতটা আলাদা

মাত্র কয়েক দিন আগে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপযুক্ত Realme C3 ব্লুটুথ এস‌আইজিতে সারৃটিফিকেশন পেয়েছে। এবার এই ফোনটি ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে থাইল্যান্ডের মার্কেটে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি কিছু দিন আগেই ভারতীয় মার্কেটে লো বাজেট ক‍্যাটাগরিতে পেশ করা হয়েছিল। কিন্তু ভারতের মডেলটি আসলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপযুক্ত।

আরও পড়ুন: 3 জিবি র‍্যাম ও 3,450 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল এলজির সস্তা স্মার্টফোন LG W10 Alpha

দাম ও কালার ভেরিয়েন্ট

কোম্পানি থাইল্যান্ডে Realme C3 এর 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট 3,999 Baht (প্রায় 9,000 টাকা) দামে লঞ্চ করেছে। অন‍্যদিকে ভারতে এই স্টোরেজ ভেরিয়েন্টটিই আবার ডুয়েল রেয়ার ক‍্যামেরার সঙ্গে 6,999 টাকা দামে পেশ করা হয়েছিল। এই ফোনটি ফ্রোজেন ব্লু ও ব্লেজিং রেড কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

ভারতীয় ভেরিয়েন্টের চেয়ে অ্যাডভান্দ ক‍্যামেরা

ভারতীয় ভেরিয়েন্টের সঙ্গে থাইল্যান্ডে লঞ্চ করা Realme C3 এর পার্থক্য শুধুমাত্র রেয়ার ক‍্যামেরা সেট‌আপের দিক থেকে। ফোনটির ভারতীয় ভেরিয়েন্টে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। এতে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 12 মেগাপিক্সেলের প্রাইমারি ও 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর আছে। তবে থাইল্যান্ডের ভেরিয়েন্টে 12 মেগাপিক্সেলের প্রাইমারি ও 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে একটি 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স যোগ করা হয়েছে।

আরও পড়ুন: 8 জিবি র‍্যাম ও 64 মেগাপিক্সেল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Samsung Galaxy A71, জেনে নিন সেলের তারিখ

স্পেসিফিকেশন

Realme C3 তে কর্নিয়া গোরিলা গ্লাস প্রোটেক্টেড 6.5 ইঞ্চির মিনিড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে রিয়েলমি ইউআইতে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি70 চিপসেট দেওয়া হয়েছে। উন্নত গ্ৰাফিক্সের জন্য Realme C3 তে এআর‌এম জি52 জিপিইউ আছে।

সেলফি ও ভিডিও কলের জন্য Realme C3 তে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর আছে। এটি একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। সিকিউরিটি ও ফোন আনলকের জন্য এতে ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Realme C3 তে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here