Home খবর লঞ্চের আগেই সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Realme C63 স্মার্টফোন, শীঘ্রই হতে পারে লঞ্চ

লঞ্চের আগেই সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Realme C63 স্মার্টফোন, শীঘ্রই হতে পারে লঞ্চ

ভিয়েতনামে Realme তাদের Realme C65 স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। Realme C65 স্মার্টফোনটির গ্লোবাল লঞ্চের আগে কোম্পানির সি-সিরিজের আরও একটি নতুন ফোন সম্পর্কে জানা গেছে। Realme C63 ফোনটিকে ইন্দোনেশিয়ার টেলিকম সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। সার্টিফিকেশন সাইট অনুযায়ী আপকামিং সি-সিরিজের স্মার্টফোনটির মডেল নাম্বার RMX3939। এছাড়াও Realme C63 ফোনটিকে TUV, EEC এবং TKDN সার্টিফিকেশন সাইটেও দেখা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক লিস্টিঙের মাধ্যমে প্রকাশ্যে আসা বিষয়ে সম্পর্কে।

TUV লিস্টিং অনুযায়ী আপকামিং C-সিরিজ স্মার্টফোনটিতে 4880mAh ব্যাটারি সহ 45W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হবে। এই ফোনে Realme এর পক্ষ থেকে 5000mAh ব্যাটারি দেওয়া হবে। অন্যদিকে Realme C63 ফোনটির ক্যামেরা ডিটেইলস FV-5 ডেটাবেসে দেখা গেছে।

লিস্টিং অনুযায়ী ফোনটিতে 35মিমি ফোকাল লেন্থ, এফ/1.8 অ্যাপার্চারযুক্ত এবং 4096 × 3072 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 50MP প্রাইমারি রেয়ার ক্যামেরা যোগ করা হবে। এতে f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP ফ্রন্ট ক্যামেরাও থাকবে। লিস্টিঙের মাধ্যমে আপকামিং Realme C63 ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি।

Realme C63 স্মার্টফোনটি গত বছর লঞ্চ হওয়া Realme C53 ফোনটির আপগ্রেড ভার্সন বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme C53 ফোনটি সম্পর্কে।

realme C53 এর স্পেসিফিকেশন