Realme C65 5G vs Redmi 13C 5G: জেনে নিন 10 হাজার টাকার রেঞ্জে কোন ফোনটি সেরা

গতকাল রিয়েলমি ভারতের বাজারে তাদের নতুন স্মার্টফোন হিসাবে realme C65 5G লঞ্চ করেছে। এই ফোনটির দাম শুরু হয় মাত্র 10,499 টাকা থেকে। এই ফোনটিকে এই একই বাজেটে মার্কেটে উপস্থিত Redmi 13C 5G ফোনটির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে। তাই আমরা এই দুটি ফোনের দাম, ডিজাইন, ফিচার এবং স্পেসিফিকেশনের তুলনা করে দেখালাম। এই পোস্টটি পড়ে পাঠকরা বুঝতে পারবেন কোন ফোনটি কেনা উচিৎ।

দামের তুলনা

realme C65 5G Redmi 13C 5G
4GB RAM + 64GB Storage ₹10,499 4GB RAM + 128GB Storage ₹10,999
4GB RAM + 128GB Storage ₹11,499 6GB RAM + 128GB Storage ₹11,999
6GB RAM + 128GB Storage ₹12,499 8GB RAM + 256GB Storage ₹13,999

realme C65 5G ফোনের দাম

realme C65 5G স্মাতফোনটি ভারতে তিনটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 4GB RAM + 64GB মডেল 10,499 টাকা, 4GB RAM + 128জিবি মডেল 11,499 টাকা এবং 6GB RAM + 128জিবি মডেল 12,499 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি Feather Green এবং Glowing Black কালারে সেল করা হবে।

Redmi 13C 5G ফোনের দাম

Redmi 13C 5G ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনের 4GB RAM মডেলের দাম 10,999 টাকা, 6GB RAM ভেরিয়েন্টের দাম 12,499 টাকা এবং 8GB RAM মডেলের দাম 14,499 টাকা রাখা হয়েছে। এই ফোনটি Startrail Silver, Startrail Green এবং Starlight black কালারে সেল করা হয়।

ডিজাইনের তুলনা

realme C65 5G ফোনের ফটো

Redmi 13C 5G ফোনের ফটো

স্পেসিফিকেশনের তুলনা

স্পেসিফিকেশন realme C65 5G Redmi 13C 5G
ডিসপ্লে 6.67″ HD+ 120Hz Punch-hole 6.74″ HD+ 90Hz Dot-Drop
চিপসে MediaTek Dimensity 6300 MediaTek Dimensity 6100+
প্রসেসর 2x A76 2.2GHz + 6x A55 2.0GHz (octa-core) 2x A76 2.2GHz + 6x A55 2.0GHz (octa-core)
RAM 6GB RAM LPDDR4X 8GB RAM LPDDR4X
স্টোরেজ 128GB ROM 256GB ROM UFS 2.2
রেয়ার ক্যামেরা 50MP Dual Rear Camera 50MP Dual Rear Camera
ফ্রন্ট ক্যামেরা 8MP Selfie Camera 5MP Selfie Camera
ব্যাটারি 5,000mAh Battery 5,000mAh Battery
চার্জিং 15W Fast Charging 18W Fast Charging
ওএস Android 14 + realme UI 5.0 Android 13 + MIUI 13
5G Bands 9 5G Bands 7 5G Bands

 

ডিসপ্লে

realme C65 5G ফোনে 720 x 1604 পিক্সেল রেজোলিউশন সহ 6.67 ইঞ্চির এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং 89.97% স্ক্রিন টু-বডি রেশিও, 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 500 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। চোখের সুরক্ষার জন্য এই স্ক্রিনে TÜV low blue light certification যোগ করা হয়েছে।

Redmi 13C 5G ফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির এইচডি+ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে যা কর্নিং গোরিলা গ্লাস 3 দিয়ে প্রোটেক্টেড। এলসিডি প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 90 হার্টস রিফ্রেশরেট, 180 হার্টস টাচ স্যাম্পেলিং রেট এবং 600 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে TÜV flicker-free certification এবং low blue light certification রয়েছে।

প্রসেসর

এইই realme ফোনটি বিশ্বের প্রথম 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত 64বিট মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। এতে 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত 2টি Arm Cortex-A76 এবং 2.0GHz ক্লক স্পীডযুক্ত 6টি Arm Cortex-A55 কোর যোগ করা হয়েছে। এছাড়া গ্রাফিক্সের জন্য এতে Arm Mali G57 MC2 জিপিইউ দেওয়া হয়েছে।

এই ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য এতে মালী-জি57 এমসি2 জিপিইউ দেওয়া হয়েছে। এই অক্টাকোর প্রসেসরে 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত 2টি Arm Cortex-A74 এবং 2.0GHz ক্লক স্পীডযুক্ত 6টি Arm Cortex-A55 কোর রয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে মালী জি57 এমসি2 জিপিইউ দেওয়া হয়েছে।

স্টোরেজ

realme C65 5G ফোনটি তিনটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এতে 4GB RAM + 64GB স্টোরেজ, 4GB RAM +128GB স্টোরেজ এবং 6GB RAM+ 128GB স্টোরেজ রয়েছে। এছাড়াও এই ফোনে ডায়নামিক ফিচারের মাধ্যমে 12GB পর্যন্ত RAM ব্যবহার করা যাবে। মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে এই ফোনের স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো যায়।

Redmi 13C 5G ফোনটি তিনটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনের বেশ মডেলে 4GB RAM + 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। একইভাবে দ্বিতীয় মডেলে 6GB RAM + 128GB মেমরি এবং টপ মডেলে 8GB RAM + 256GB স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনের RAM বাড়ানোর জন্য এতে virtual RAM ফিচার রয়েছে। এই ফোনে 1TB পর্যন্ত মাইক্রোএসদি কার্ড ব্যাবহার করা যায়।

ক্যামেরা

realme C65 5G স্মার্টফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 80° FOV 5P সেকেন্ডারি লেন্স যোগ করা হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য Redmi 13C 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ সহ 1/2.76” মাপের এবং এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে যা 0.612μm পিক্সেল সাপোর্ট করে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য realme C65 5G ফোনে 5000mAh ব্যাটারি সহ 15 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জে এই ফোনে 39.4 ঘন্টা কল, 15.3 ঘন্টা ভিডিও এবং 97.5 ঘন্টা মিউজিক প্লেব্যাক উপভোগ করা যায়।

পাওয়ার ব্যাকআপের জন্য Redmi 13C 5G ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার এবং ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হয়েছে। তবে জানিয়ে রাখি বক্সে ইউজাররা শুধুমাত্র 10 ওয়াট চার্জার পাবেন।

ফিচারের তুলনা

realme C65 5G ফোনের ফিচার

  • Air Gestures
  • RainWater Smart Touch
  • IP54 Water Resistant
  • Mini Capsule 2.0
  • 360° 5G antenna layout
  • 7.89mm Ultra Slim
  • Light Feather Design

Redmi 13C 5G ফোনের ফিচার

  • AI Face Unlock
  • Side Fingerprint sensor
  • Splash Resistant
  • Dust Protection
  • Electronic compass
  • 8.19mm Thickness
  • Star Trail Design