Redmi K80 সিরিজে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন 8 জেন 4 চিপসেট, প্রকাশ্যে এল ক্যামেরা ডিটেইলস

শাওমি তাদের K80 সিরিজ আগামী কিছু মাসের মধ্যেই হোম মার্কেট চীনে নিয়ে আসতে চলেছে। গতবছর লঞ্চ হওয়া K70 সিরিজের মতোই এবার এই সিরিজের Redmi K80 এবং Redmi K80 Pro স্মার্টফোন পেশ করা হতে পারে। এই ফোনে কোয়ালকামের আপকামিং চিপসেট স্ন্যাপড্রাগন 8 জেন 4 দেওয়া হতে পারে। একইসঙ্গে ক্যামেরা ডিটেইলস এবং লঞ্চ টাইমলাইন প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি লিক সম্পর্কে।

Redmi K80 সিরিজের লঞ্চ টাইমলাইন (লিক)

  • টিপস্টার স্মার্ট পিকাচু অনুযায়ী Redmi K80 সিরিজ এইবছর নভেম্বার মাসে লঞ্চ করা হতে পারে।
  • লিকে টিপস্টার Redmi K80 সিরিজের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করেছে।
  • Redmi K80 সিরিজের ফোনে স্ন্যাপড্রাগন 8 জেন 4 চিপসেট, 2K ডিসপ্লে এবং পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হতে পারে।
  • জানিয়ে রাখি গতবছর নভেম্বার মাসে Redmi K70 সিরিজ লঞ্চ করা হয়েছিল। ফলে মনে করা হচ্ছে Redmi K80 সিরিজের লাইনআপ এই সময়ই হতে পারে।
  • জানিয়ে রাখি কোয়ালকাম অক্টোবার মাসে স্ন্যাপড্রাগন 8 জেন 4 চিপসেট লঞ্চ করতে পারে। এরপর থেকে এই চিপসেট সহ ফোন পেশ করা শুরু হবে।

Redmi K80 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • রেডমি কে80 প্রো ফোনে স্ন্যাপড্রাগন 8 জেন 4 চিপসেট দেওয়া হতে পারে। তবে ভ্যানিলা মডেল স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট দেওয়া হতে পারে।
  • পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে 5,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
  • Redmi K80 সিরিজে গ্লাস ব্যাক সহ মেটাল ফ্রেম ডিজাইন দেওয়া হতে পারে।
  • এই সিরিজের দুটি ফোনেই LED ফ্ল্যাশ সহ ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হতে পারে। এতে প্রাইমারি লেন্স সহ পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হতে পারে।
  • রিপোর্ট অনুযায়ী Redmi 80 সিরিজে দুটি মডেল পেশ করা হতে পারে। এতে Redmi K80 এবং
  • Redmi K80 Pro স্মার্টফোন থাকতে পারে। তবে গতবছর Redmi K70e দেখা গিয়েছিল যা সবচেয়ে সস্তা মডেল ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here