Realme GT 5G আর Realme Slim Book ভারতে আজকে হবে লঞ্চ, জানুন এই বিষয়ে সবকিছু

Realme নিজের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন Realme GT 5G আর Realme GT 5G Master Edition এর সাথে আগে ল‍্যাপটপ Realme Slim Book কে ভারতে লঞ্চ করার জন্য প্রস্তুত। রিয়েলমি‌র এই ইভেন্ট ভারতে আজকে অর্থাৎ 18 আগস্ট আয়োজিত হবে, যার মধ‍্যে কোম্পানি নিজের তিনটি অসাধারণ ডিভাইস লঞ্চ করতে চলেছে। এই লঞ্চ ইভেন্ট দুপুর 12.30 pm IST তে আয়োজিত হবে। এই ইভেন্ট কোম্পানির অফিসিয়াল Youtube আর Facebook একাউন্টে স্ট্রিম করা হবে।

120W ফাস্ট চার্জিং, 12GB RAM আর Snapdragon 888+ চিপসেটের শক্তি‌র সাথে iQOO 8 Pro 5G ফোন হলো লঞ্চ

Realme গত মাসে গ্লোবাল মার্কেটে Realme GT 5G স্মার্টফোন লঞ্চ করেছে। Realme India এর সিইও মাধব শেঠ আগেই কন্ফর্ম করেছে যে ভারতে এই স্মার্টফোন কোনো পরিবর্তন ছাড়া লঞ্চ করা হবে। দামের কথা বললে মাধব শেঠ বলেছে যে এর স্পেক্স আর বিল্ড কোয়ালিটি‌র কথা বলি হলে Realme GT 5G স্মার্টফোনকে ভারতে 30,000 টাকার বেশি দামে লঞ্চ করা হবে। অন‍্যদিকে Realme Book Slim ল‍্যাপটপ নিজের সেগ্মেন্টে সবচেয়ে স্লিম আর লাইট ওয়েট ল‍্যাপটপ।

এখানে লাইভ দেখুন রিয়েলমির লঞ্চ ইভেন্ট

Realme GT 5G স্পেসিফিকেশন্স

আমরা যেমনটা বলেছিলাম Realme GT 5G কোম্পানির সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন যা অক্টাকোর Qualcomm Snapdragon 888 প্রসেসর যুক্ত হবে। রিয়েলমি‌র এই ফোনে 6.43 ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে থাকবে, যার রেজল্যুশন 1080×2400 পিক্সেল আর রিফ্রেশরেট 120Hz।

Samsung লঞ্চ করলো নতুন আর পাওয়ারফুল 5G ফোন Galaxy A52s, চিনি ব্র‍্যান্ড গুলির এবার চিন্তা বাড়বে

Realme GT 5G স্মার্টফোনকে দুটি ভেরিয়েন্টে 8GB RAM এর সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ আর 12GB র‍্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজে পেশ করা হবে। এই স্মার্টফোনটি Android 11 অপারেটিং সিস্টেমে আধারিত Realme UI 2.9 তে রান করবে।

রিয়েলমির এই স্মার্টফোনে‌র ডিজাইন কার এর থেকে প্রেরিত আর ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে আসে। এই ফোনে 4500mAh এর ব‍্যাটারীর সাথে 65W super Dart চার্জিং সাপোর্ট দেওয়া আছে। ক‍্যামেরার কথা বললে Realme GT 5G স্মার্টফোনে 64MP এর প্রাইমারি ক‍্যামেরার সাথে 8MP আল্ট্রাওয়াইড সেন্সর আর 2MP ম‍্যাক্রো ক‍্যামেরা দেওয়া আছে। এই ফোনে 16MP এর সেল্ফি ক‍্যামেরা দেওয়া আছে।

Realme Book Slim স্পেসিফিকেশন্স (লিক)

Realme Slim Book কোম্পানি‌র প্রথম ল‍্যাপটপ, যার পরে খবর শোনা যাচ্ছে যে এটি বেকলিট কী-বোর্ড আর মেটালিক চেসিস এর সাথে আসবে। এই ল‍্যাপটপে তিনটি মাইক্রোফোন, 3.5mm অডিও জ‍্যাক, দুটি USB-C 3.1 পোর্ট আর একটি USB 3.2 Gen পোর্ট দেওয়া আছে। Realme Slim Book এর সম্পর্কে বলা হচ্ছে যে এতে 14 ইঞ্চির 2K ডিসপ্লে দেওয়া থাকতে পারে। এর সাথেই এই ল‍্যাপটপ‌কে 11th Generation Intel Core it প্রসেসরে‌র সাথে পেশ করা যেতে পারে। এই ল‍্যাপটপ‌টিকে Windows 10 অপারেটিং সিস্টেম আর 16GB র‍্যামের সাথে পেশ করা যেতে পারে। এর সাথেই দামের কথা বললে Realme Slim Book কে ভারতে 40,000 টাকা দামে পেশ করা যেতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here