4 মার্চ লঞ্চ হবে রিয়েলমির শক্তিশালী ফোন Realme GT 5G, জানাল কোম্পানি

রিয়েলমি আগামী 24 ফেব্রুয়ারি ভারতে তাদের নারজো 30 সিরিজ লঞ্চের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। অন‍্যদিকে 4 মার্চ কোম্পানির ঘরোয়া মার্কেট চীনে তাদের ফ্ল‍্যাগশিপ Realme GT 5G লঞ্চ করতে চলেছে। রিয়েলমির ভাইস প্রেসিডেন্ট ওয়েইবোতে লঞ্চ ডেট সম্পর্কে জানিয়ে একটি ইনভাইট পোস্টার শেয়ার করেছেন। সবার আগে এই ফোনটি চীনে পেশ করবে। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি ভারতেও লঞ্চ করা হবে। যদিও এখনও পর্যন্ত এবিষয়ে কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন: 24 ফেব্রুয়ারি ভারতে আসছে Realme Narzo 30 Pro 5G এবং Narzo 30, লঞ্চের আগেই জেনে নিন সমস্ত ডিটেইলস

ওয়েইবোতে লঞ্চ ডেট সম্পর্কে জানিয়ে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট বলেছেন এই ফোনে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 888 চিপসেট দেওয়া হবে। এই ফোনে GT ইন্সপায়ার্ড ডিজাইনের সঙ্গে তিনটি ক‍্যামেরা সেন্সরযুক্ত রেক্ট‍্যাঙ্গুলার ক‍্যামেরা ইউনিট থাকবে। এছাড়া কিছু দিন আগে এই ফোনটি টেনা লিস্টিঙেও দেখা গেছে।

ভাইস প্রেসিডেন্টের কথা অনুযায়ী Realme GT 5G তে দেওয়া স্ন‍্যাপড্রাগন 888 চিপসেট থেকে এই ফোনের স্পীড ও পারফরম্যান্স সম্পর্কে বোঝা যায়। এছাড়া এর আগেই ফোনটির টীজার ইমেজের মাধ্যমে জানা গেছে এই ফোনটি কেমন দেখতে হবে। বিগত কয়েক দিন ধরে রিয়েলমির ‘রেস’ কোডনেমযুক্ত একটি ফোন সম্পর্কে খবর পাওয়া যাচ্ছে। এখন মনে করা হচ্ছে Realme GT 5G ফোনটিই Realme Race স্মার্টফোন।

আরও পড়ুন: জেনে নিন কবে লঞ্চ হবে কাগজের মতো ভাঁজ হ‌ওয়া iPhone, ফিচার ও লুকের দিক থেকে ছিটকে যাবে Samsung-Xiaomi সহ অন‍্যান‍্য ব্র‍্যান্ড

টেনা লিস্টিং অনুযায়ী এই ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হবে। এতে 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.81 ইঞ্চির ওএল‌ইডি প‍্যানেল দেওয়া হতে পারে। অন্য একটি রিপোর্ট থেকে জানা গেছে এই ফোনে 3কে রেজলিউশন এবং 160 হার্টস রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে দেখা যাবে। এই ফোনটি কোম্পানির প্রথম 125 ওয়াট আল্ট্রাডার্ট ফাস্ট চার্জিং সাপোর্টেড স্মার্টফোন হতে চলেছে।

ফোটোগ্রাফির জন্য Realme GT 5G তে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা দেওয়া হবে। ফোনের ব‍্যাক প‍্যানেলে নিচের দিকে GT এর লোগো থাকবে। এছাড়া এখনও পর্যন্ত বেশি কিছু জানা যায়নি। আগের একটি রিপোর্ট অনুযায়ী এই ফোনে 12 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে রিয়েলমি ইউআইতে কাজ করবে। ইতিমধ্যে ফোনটি ভারতের বিআইএস সার্টিফিকেশন সাইটে যোগ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here