নাম সহ সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Realme GT 6 স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

আগামী কয়েক সপ্তাহের মধ্যে রিয়ালমি জিটি সিরিজের ফোনের সংখ্যা বাড়াতে চলেছে এবং এই সিরিজে নতুন Realme GT 6 স্মার্টফোন লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। তবে এবার এই ফোনটি নাম সহ SDPPI সার্টিফিকেশন প্লাটফর্মে দেখা গেছে। জানিয়ে রাখি এপ্রিল মাসে আরও একটি নতুন Realme GT Neo 6 SE ফোন পেশ করা হবে। এই ফোনটিকে ব্র্যান্ড টিজ করা শুরু করে দিয়েছে। লিস্টিঙে দেখার পর জিটি 6 ফোনটি লঞ্চ হওয়ার সম্ভাবনা আরও বেড়ে গেছে। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Realme GT 6 এর SDPPI লিস্টিং

  • Realme GT 6 স্মার্টফোনটিকে ইন্দোনেশিয়ার SDPPI সার্টিফিকেশন ওয়েবসাইটে লিস্টেড করা হয়েছে। এখানে ফোনের নামও দেখা গেছে। নীচে শেয়ার করা ফটোয় এই ডিটেইলস দেখানো হল।
  • এই ফোনটি লিস্টিঙে RMX3851 মডেল নাম্বার সহ প্রকাশ্যে এসেছে। এই মডেল নাম্বারটি আগেও কিছু সার্টিফিকেশন সাইটে দেখা গেছে।
  • আগে এই ফোনটিকে Realme GT Neo 6 বলে মনে করা হয়েছিল, তবে SDPPI সাইট থেকে ফোনটির নাম কনফর্ম করা হয়েছে।
  • এই ফোনটি প্রথমে চীনে এবং পরে অন্যান্য বাজারে লঞ্চ করা হতে পারে। এখন কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করা হচ্ছে।

Realme GT 5 এর স্পেসিফিকেশন

গতবছর কোম্পানি তাদের Realme GT 5 স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনের ডিটেইলস নীচে জানানো হল-

  • ডিসপ্লে: Realme GT5 Pro ফোনে রাউন্ডেড কর্নার সহ 6.78-ইঞ্চির 1.5K BOE OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2780 x 1260 পিক্সেল রেজোলিউশন, 144Hz রিফ্রেশরেট এবং 4,500 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনে অসাধারণ পারফরমেন্সের জন্য সম্প্রতি লঞ্চ হওয়া কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট ব্যাবহার করা হয়েছে। এই প্রসেসর 3.3GHz ক্লক স্পীডে কাজ করে।
  • স্টোরেজ: বাজারে এই ফোনের চারটি স্টোরেজ অপশন পেশ করা হয়েছে। ফোনটির টপ মডেলে 16GB LPDDR5x RAM + 1TB UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Realme GT5 Pro ফোনে 100W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচারযুক্ত 5,400mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে 50MP Sony LYT808 প্রাইমারি সেন্সর + 8MP Sony IMX355 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + 3x অপটিক্যাল জুম সাপোর্টেড 50MP IMX890 পেরিস্কোপ লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 32MP Sony IMX615 ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
  • অন্যান্য: এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল স্টেরিও স্পিকার, 12,000mm2 হীট ডিসিপেশন ইউনিট, এক্স আক্সিস লিনিয়ার মোটরের মতো বিভিন্ন অ্যাডভান্স ফিচার যোগ করা হয়েছে।
  • কান্রেক্টিভিটি: এই ফোনে কান্রেক্টিভিটি ফিচার হিসাবে ওয়াইফাই 7, ব্লুটুথ 5.4, ডুয়েল ফ্রিকোয়েন্সি জিপিএস, এনএফসি, আইআর ব্লাস্টার ইউএসবি 3.2 রয়েছে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং রিয়েলমি ইউআই 5 এ কাজ করে।
  • ওজন এবং ডায়মেনশন: Realme GT5 Pro ফোনের ডায়মেনশন 161.72 x 75.06 x 9.23 এমএম এবং লেদার ব্যাক মডেলের ওজন 218 গ্রাম ও গ্লাস ভেরিয়েন্টের ওজন 224 গ্রাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here