প্রকাশ্যে এল স্টাইলিশ লুক সহ Realme GT 7T স্মার্টফোন, দেখে নিন কেমন হবে এই আপকামিং স্মার্টফোন

সম্প্রতি Realme তাদের GT 7 সিরিজের ফোনের লঞ্চ ডেট শেয়ার করেছিল। একইসঙ্গে Realme GT 7 ফোনের ডিজাইন এবং হিট ডিসিপেনশন সিস্টেম সম্পর্কে জানিয়েছিল। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই ইভেন্টের মাধ্যমে Realme GT 7T ফোনটি লঞ্চ করা হবে। Amazon এবং Realme অফিসিয়াল ওয়েবসাইটের লাইভ হওয়া মাইক্রো সাইটে ফোনের লুক দেখানো হয়েছিল। এই ফোনটি গত বছরের Realme GT 6T ফোনের সাক্সেসার হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme GT 7T ফোনের লঞ্চ ডিটেইলস সম্পর্কে।

Realme GT 7T এর লঞ্চ কনফার্ম

  • 27 মে দুপুর 1:30টা (IST) Realme GT 7T ফোনটি Realme GT 7 ফোনের সঙ্গে লঞ্চ করা হবে।
  • মাইক্রো সাইট অনুযায়ী এই ফোনটি আগের ফোনের তুলনায় নতুন ডিজাইন সহ ডিজাইন করা হবে।

  • ফোনটিতে ফ্ল্যাট ফ্রেম এবং ব্যাক প্যানেলে স্কয়ার ক্যামেরা মডিউল দেওয়া হবে, এতে দুটি ক্যামেরা সেন্সর এবং একটি LED ফ্ল্যাশ ইউনিট থাকবে।
  • ফোনটির HyperImage+ টেক্সটের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে এতে AI-পাওয়ার ফটোগ্রাফি ফিচার দেওয়া হবে। আপকামিং স্মার্টফোনটি ইয়েলো অপশনে পেশ করা হবে, এর ব্যাক প্যানেলে লেদার টেক্সচারে দুটি ভারর্টিক্যাল ব্ল্যাক স্ট্রাইপ দেওয়া হবে।
  • সাইড ফ্রেমে ব্ল্যাক শেড থাকবে, তবে পাওয়ার বাটন ইয়েলো কালারের হাইলাইট করা হবে।
  • Realme GT 7T ফোনটি Amazon মাধ্যমে সেল করা হবে বলে জানানো হয়েছে।
  • কোম্পানির পক্ষ থেকে আগামী কিছু দিনের মধ্যেই GT 7 সিরিজের তথ্য টিজ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। এই লঞ্চের আগেই প্রকাশ্যে আসবে।

Realme GT 7T সম্পর্কে জানা গেছে…

  • বেঞ্চমার্কিং সাইট Geekbench এ Realme GT 7T ফোনটি লিস্টেড হয়েছে, এর মাধ্যমে ফোনটি Dimensity 8400 SoC এবং 8GB RAM সহ লঞ্চ করা হবে বলে জানা গেছে।
  • আপকামিং ফোনটি এই বছর ফেব্রুয়ারি মাসে চীনে লঞ্চ হওয়া Realme Neo 7 ফোনের রিব্র্যান্ড ভার্সন হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।
  • TUV Rheinland লিস্টিং অনুযায়ী ফোনটিতে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।
  • তবে কনফার্ম জানানো হয়েছে দুটি ফোনের ডিজাইন আলাদা হবে। এছাড়াও ফোন দুটির মধ্যে বেস কিছু পার্থক্য থাকতে পারে।
  • Realme GT 7T ফোনটি ব্লু কালার অপশনে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

মনে করিয়ে দিই গত বছর মে মাসে Realme GT 6T ফোনটি 30,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here