2K AMOLED ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি এবং 200MP ক্যামেরা সহ আসতে চলেছে Realme GT 8 Pro স্মার্টফোন

আগেই জানানো হয়েছিল আগামী অক্টোবর মাসে Realme GT 8 সিরিজ লঞ্চ করা হবে। এই সিরিজের অধীনে Realme GT 8 এবং Realme GT 8 Pro ফোনগুলি পেশ করা হবে। এবার লঞ্চের আগেই ক্রমাগত লিক এবং অফিসিয়াল টিজার প্রকাশ্যে এসে চলেছে। সম্প্রতি লিক ইমেজের মাধ্যমে ফোনের রেয়ার ডিজাইন দেখা গিয়েছিল। এবার লেটেস্ট লিকের মাধ্যমে টপ মডেল GT 8 Pro ফোনের ডিসপ্লে, ক্যামেরা এবং ব্যাটারি সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme GT 8 Pro ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

Realme GT 8 Pro ফোনের ডিসপ্লে রেজোলিউশন 1.5K থেকে বাড়িয়ে 2K সহ লঞ্চ করা হবে। একইসঙ্গে ফোনের রিফ্রেশ রেট 120Hz থেকে বেড়ে ইন্ডাস্ট্রির বেস্ট অর্থাৎ 144Hz এবং 6,000 নিটস পিক ব্রাইটনেস দেওয়া হবে। কোম্পানির আগের মডেলে কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছিল। এবার ফোনে ফ্ল্যাট ডিসপ্লে সহ বড় R-কর্নার সহ লঞ্চ করা হবে।

ডিসপ্লে কোয়ালিটি এবং ভিসন প্রোটেকশনও আপডেট দেওয়া হবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Realme GT 8 Pro ফোনে গ্লোবাল ফুল-ব্রাইটনেস DC ডিমিং ডিফল্ট সক্ষম। একইসঙ্গে 1-নিট আই-কেয়ার মোড এবং সার্কুলার পোলারাইজেশন প্রোটেকশন যোগ করা হবে। এর পাশাপাশি কালার অ্যাকিউরেসি আপগ্রেড করা হচ্ছে। যেমন আগের মডেলে শুধুমাত্র সফটওয়্যার-লেভেল ক্যালিব্রেশন দেওয়া ছিল, এবার নতুন মডেল হার্ডওয়্যার-লেভেল চিপ ক্যালিব্রেশন সহ পেশ করা হবে।

কোম্পানি আরও জানিয়েছে 2K ডিসপ্লের কারণে বেশি ব্যাটারি খরচ হবে না। তবে ব্যাটারি এনার্জি ডেনসিটির উন্নতির ফলে Realme তাদের ফোনে 7,000mAh-ক্লাস ব্যাটারি ফিট করতে সফল হয়েছে। অর্থাৎ অ্যাডভান্স ডিসপ্লের পাশাপাশি ফোনটির ব্যাটারি সেগমেন্টেও কোনো আপস করা হয়নি।

Realme GT 8 Pro ফোনের 200MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হবে বলে জানানো হয়েছে। কোম্পানির মার্কেটিং কমিউনিকেশন ডাইরেক্টর এরিক সঙের বক্তব্য অনুযায়ী, এই ক্যামেরা 3x অপ্টিক্যাল জুম এবং 12x লসলেস জুম সাপোর্ট করবে।

সম্প্রতি প্রকাশ্যে আসা গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী প্রসেসিঙের জন্য Realme GT 8 Pro ফোনটিতে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 চিপসেট থাকবে। এই চিপসেটের ফ্রিকোয়েন্সি 3.63GHz হবে বলে জানা গেছে। আপকামিং রিয়েলমি ফোন 16GB RAM এবং অ্যান্ড্রয়েড 16 ওএস সহ লঞ্চ করা হতে পারে।

Realme GT 8 Pro ফোনটি লঞ্চের পর OnePlus 15, iQOO 15 এবং Xiaomi 17 ফ্ল্যাগশিপ ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। এই ফোনে হাই-এন্ড ডিসপ্লে এবং অসাধারণ ক্যামেরা সহ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর থাকতে পারে।

যারা প্রিমিয়াম ডিসপ্লে, বড় ব্যাটারি, শক্তিশালী প্রসেসর এবং ক্যামেরা সহ ফোন চাইছেন, তাদের জন্য Realme GT 8 Pro ফোনটি একটি ভালো অপশন হতে পারে। কারণ সাধারণত রিয়েলমি ফোনের দাম অন্যান্য ব্র্যান্ডের ফোনের থেকে কিছুটা কম রাখা হয়।

যদি চীনের ইউজাররা অক্টোবর মাসের মধ্যে নতুন ফ্ল্যগশিপ ফোন কেনার কথা ভাবছেন, তাহলে তাঁরা Realme GT 8 Pro ফোনটির অপেক্ষা করতে পারেন। এছাড়া এখনও পর্যন্ত অনেক সময় রয়েছে অন্যান্য অপশনও দেখতে পারেন। এই ফোনের নতুন আপডেট এলেই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here