অবশেষে Realme তাদের নতুন ফ্ল্যাগশিপ Realme GT 8 Pro ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানিয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ভারতে আগামী 20 নভেম্বর দুপুর 12টা সময়ে ফোনটি লঞ্চ করা হবে। জানিয়ে রাখি গত কয়েক দিন ধরেই আসন্ন Realme GT 8 Pro ফোনের স্পেসিফিকেশন টিজার প্রকাশ্যে আসছে। এটি এখনও পর্যন্ত GT সিরিজের সবচেয়ে শক্তিশালী ফোন হতে চলেছে। নিচে Realme GT 8 Pro ফোনের লঞ্চ ডেট এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
আগেই কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Realme GT 8 Pro ফোনটি সবচেয়ে শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হবে। এটি TSMC নেক্সট জেনারেশন 3nm প্রসেসে তৈরি। কোম্পানির বক্তব্য অনুযায়ী নতুন প্রসেসরে 20% শক্তিশালী CPU, 23% আরও ভালো GPU এবং 33% বেশি CPU এফিসিয়েন্সি পাওয়া যাবে। ফোনটিতে AI Power এ 37% এবং AI এফিসিয়েন্সিতে 16% পর্যন্ত অসাধারণ পরিবর্তন পাওয়া যাবে। এই প্রসেসর LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ সহ লঞ্চ করা হবে। এতে অসাধারণ মাল্টিটাস্কিং এবং গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।
Realme GT 8 Pro ফোনটিতে 2K রেজোলিউশন, 144Hz রিফ্রেশ রেট এবং 7000 নিটস পীক ব্রাইটনেস সাপোর্টেড Hyper Vision AI Display দেওয়া হবে। এর ফলে এই সেগমেন্টে অসাধারণ ভিজুয়াল উপভোগ করা যাবে। এই স্ক্রিন আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে। এই ফোনটি মাত্র 0.07 সেকেন্ডে ফোনটি আনলক করা যাবে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি ইন্ডাস্ট্রির-লিডিং আই প্রোটেকশন টেকনোলোজি সহ লঞ্চ করবে। ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত ফোনটি ব্যাবহারের পরও চোখ সুরক্ষিত থাকবে।
Realme GT 8 Pro ফোনটিতে 7,000mAh বড় ব্যাটারি দেওয়া হবে এবং এতে 120W সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি মাত্র কয়েক মিনিটের মধ্যে চার্জ হয়ে যাবে। একইসঙ্গে ফোনটিতে 7K Ultimate VC Cooling System থাকবে। এর ফলে এই ফিচার হেভি গেমিং এবং সারাদিন ব্যাবহারের পরও ফোনটি ঠাণ্ডা রাখতে সাহায্য করবে।
Realme GT 8 Pro ফোনটিতে GT Boost 3.0, Symmetric Master Acoustic স্পিকার, Ultra Haptic Motor এবং IP69 রেটিঙের মতো প্রিমিয়াম ফিচার রয়েছে। ফলে জল ওঁ ধুলো থেকে ফোনটি সুরক্ষিত থাকবে। সবচেয়ে বড় বিশেষত্ব হল বিশ্বের প্রথম এই ফোনটিতে “Switch Design” দেওয়া হবে।
Realme GT 8 Pro ফোনটি Diary White ও Urban Blue দুটি কালার অপশনে লঞ্চ করা হবে। এই ফোনটির Diary White অপশনে Frosted Glass ব্যাক থাকবে। তবে Urban Blue অপশনে Paper-লাইক লেদার ফিনিশ দেওয়া হবে। ফোনটিতে মেটাল ফ্রেম এবং স্মুথ কার্ভড বডি ট্রানজেশন দেওয়া হতে পারে। এই ফোনটির ওজন 214 গ্রাম হবে এবং প্রিমিয়াম ফিল পাওয়া যাবে।
Realme GT 8 Pro ফোনটিতে অ্যান্ড্রয়েড এবং Realme UI 7.0 অপারেটিং সিস্টেম থাকতে পারে। এতে নতুন Misty Glass Control Center, Ice Cube Icons, এবং Breathing Dock ভিজুয়াল আপগ্রেড পাওয়া যাবে। এই ফোনটি ইন্টারফেসে অতিরিক্ত ক্লিন, রেস্পনশিভ এবং অ্যানিমেটর ট্রানজেশন সহ লঞ্চ করা হবে।
যারা শক্তিশালী পারফরমেন্স, মাল্টিটাস্কিং এবং ফটোগ্রাফি সহ ফ্ল্যাগশিপ ফোন খুঁজছেন, তাদের জন্য Realme GT 8 Pro ফোনটি দারুণ অপশন হতে পারে। এই ফোনের শক্তিশালী ব্যাটারি ও ফাস্ট চার্জিং ইউজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এই ফোনটি ভারতের বাজারে উপস্থিত OnePlus 15, iQOO 15 এবং Xiaomi 17 ফ্ল্যাগশিপ ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠত পারে।
যারা শক্তিশালী প্রসেসর, অসাধারণ ডিসপ্লে, দুর্দান্ত ব্যাটারি এবং প্রিমিয়াম ডিজাইন সহ ফোন কেনার কথা ভাবছেন, তাদের কাছে Realme GT 8 Pro ফোনটি ভালো অপশন হয়ে উঠতে পারে। ইউজাররা এই ফোনটির অপেক্ষা করতে পারেন। আমরা লঞ্চের দিন পোস্টের মাধ্যমে আপকামিং ফোনের সম্পূর্ণ ডিটেইলস জানিয়ে দেব।











