Home খবর 100W SuperVOOC চার্জিং সহ লঞ্চ হতে পারে Realme GT Neo 6 SE, 3সি সাইটে হল লিস্টেড

100W SuperVOOC চার্জিং সহ লঞ্চ হতে পারে Realme GT Neo 6 SE, 3সি সাইটে হল লিস্টেড

Realme তাদের GT Neo সিরিজের নতুন SE স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই ফোনটিকে সর্ব প্রথম চীনে Realme GT Neo 6 SE নামে লঞ্চ করা হতে পারে। এই ফোনটিকে মার্চের শেষেরদিকে বা এপ্রিলে লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। তবে লঞ্চের আগেই ফোনটিকে 3সি সার্টিফিকেশন সাইটে লিস্টেড করা হয়েছে। এর মাধ্যমে ফোনটির গুরুত্বপূর্ণ ফিচার প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লিস্টিং সম্পর্কে।

Realme GT Neo 6 SE ফোনের 3সি লিস্টিং

Realme GT Neo 6 SE ফোনের ডিজাইন (লিক)

কিছু দিন আগে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন Realme GT Neo 6 SE এর একটি স্কিমেটিক্স ডিজাইন ইমেজ শেয়ার করেছিল। ফটোয় এই ফোনটি অনেকটা এর আগের মডেল Realme GT Neo 5 SE এর মতো দেখা গেছে। ডিসিএসের পক্ষ থেকে জানানো হয়েছে এই ফোনটি বেশ হালকা ও পাতলা হবে। এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা ইউনিট এবং LED ফ্ল্যাশের জন্য জায়গা দেওয়া হয়েছিল। এছাড়া ফোনটির ডানদিকের প্যানেলে পাওয়ার ও ভলিউম বাটন দেওয়া হয়েছিল।

Realme GT Neo 6 SE এর স্পেসিফিকেশন (লিক)