100W SuperVOOC চার্জিং সহ লঞ্চ হতে পারে Realme GT Neo 6 SE, 3সি সাইটে হল লিস্টেড

Realme তাদের GT Neo সিরিজের নতুন SE স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই ফোনটিকে সর্ব প্রথম চীনে Realme GT Neo 6 SE নামে লঞ্চ করা হতে পারে। এই ফোনটিকে মার্চের শেষেরদিকে বা এপ্রিলে লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। তবে লঞ্চের আগেই ফোনটিকে 3সি সার্টিফিকেশন সাইটে লিস্টেড করা হয়েছে। এর মাধ্যমে ফোনটির গুরুত্বপূর্ণ ফিচার প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লিস্টিং সম্পর্কে।

Realme GT Neo 6 SE ফোনের 3সি লিস্টিং

  • এই নতুন স্মার্টফোনটি 3সি সার্টিফিকেশন সাইটে RMX3850 মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে। এই ফোনটির নাম Realme GT Neo 6 SE বলা হচ্ছে।
  • এই নতুন স্মার্টফোনটিতে চার্জিঙের জন্য VCBAOBCH মডেল নাম্বার সহ SUPERVOOC চার্জার দেওয়া হবে বলে লিস্টিঙে জানানো হয়েছে। এর থেকে মনে করা হচ্ছে এই স্মার্টফোনটিতে 100W চার্জিং টেকনোলজি দেওয়া হতে পারে।
  • 3সি প্লাটফর্ম থেকে এই ফোনটির চার্জিং এবং 5G কানেক্টিভিটি সাপোর্ট ছাড়া অন্য কিছু জানা যায়নি।
  • এই লিস্টিং দেখে মনে করা হচ্ছে ফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চ করা হবে।

Realme GT Neo 6 SE ফোনের ডিজাইন (লিক)

কিছু দিন আগে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন Realme GT Neo 6 SE এর একটি স্কিমেটিক্স ডিজাইন ইমেজ শেয়ার করেছিল। ফটোয় এই ফোনটি অনেকটা এর আগের মডেল Realme GT Neo 5 SE এর মতো দেখা গেছে। ডিসিএসের পক্ষ থেকে জানানো হয়েছে এই ফোনটি বেশ হালকা ও পাতলা হবে। এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা ইউনিট এবং LED ফ্ল্যাশের জন্য জায়গা দেওয়া হয়েছিল। এছাড়া ফোনটির ডানদিকের প্যানেলে পাওয়ার ও ভলিউম বাটন দেওয়া হয়েছিল।

Realme GT Neo 6 SE এর স্পেসিফিকেশন (লিক)

  • টিপস্টার জানিয়েছেন প্রসেসিঙের জন্য এই ফোনে স্ন্যাপড্রাগন 7+ জেন 3 চিপসেট যোগ করা হবে।
  • সুন্দর স্ক্রিন এক্সপেরিয়েন্সের জন্য এতে 8T LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে।
  • পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5500mAh ব্যাটারি থাকতে পারে।
  • স্মার্টফোনটির রেন্ডারে ট্রিপল ক্যামেরা দেখা গিয়েছিল। তবে এই ফোনের ক্যামেরা লেন্স সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here