Home খবর প্রকাশ্যে এল Realme GT Neo 6 SE স্মার্টফোনের লঞ্চ টাইমলাইন এবং কালার অপশন, দেখে নিন লুক

প্রকাশ্যে এল Realme GT Neo 6 SE স্মার্টফোনের লঞ্চ টাইমলাইন এবং কালার অপশন, দেখে নিন লুক

রিয়েলমি শীঘ্রই তাদের হোম মার্কেট চীনে নতুন ফ্ল্যাগশিপ ফোন Realme GT Neo 6 SE লঞ্চ করবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনের লঞ্চ ডেট সম্পর্কে কিছুই জানানো হয়নি। তবে এবার ফোনটির নতুন আপডেটের মাধ্যমে লঞ্চ টাইমলাইন এবং কালার অপশন প্রকাশ্যে এসেছে। স্বয়ং রিয়েলমি চায়নার বিপি শি কিউ চেজ ফোনের একটি নতুন ইমেজ শেয়ার করেছেন, যেখানে এই ফোনের ডিটেইলস দেখা গেছে। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Realme GT Neo 6 SE এর সম্ভাব্য লঞ্চ টাইমলাইন

Realme GT Neo 6 SE এর ডিজাইন এবং কালার অপশন

Realme GT Neo 6 SE এর স্পেসিফিকেশন (কনফার্ম ও সম্ভাব্য)