কেমন হবে Realme GT Neo 6 SE ফোনের লুক? লঞ্চের আগেই লিক হল রিয়াল ইমেজ

Realme তাদের নতুন GT Neo 6 SE স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে এই স্মার্টফোনটি সম্পর্কে বেশ কিছু লিক প্রকাশ্যে এসে গেছে। এবার এই ফোনটির রিয়েল ফটো ইন্টারনেটে ভাইরাল হয়েছে। চীনের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে GT Neo 6 SE স্মার্টফোনটির ফটো শেয়ার করা হয়েছে এবং এর মাধ্যমে ফোনটির ডিজাইন সম্পর্কে জানা গেছে।

Realme GT Neo 6 SE এর ডিজাইন

Realme GT Neo 6 SE ফোনের শেয়ার করা ফটো অনুযায়ী ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। ফোনটির ব্যাক প্যানেলে ওপরে স্কোয়ার শেপের মধ্যে দুটি বড়ো ক্যামেরা রিং এবং একটি ছোটো সেন্সর যোগ করা হবে। ফোনটিতে রাউন্ড এজ দেওয়া হবে। এতে ভলিউম রকার এবং পাওয়ার বাটন ফোনটির সাইট ফ্রেমে থাকবে। প্রকাশ্যে আসা ফটোয় GT Neo 6 SE ফোনটিকে Blue কালারে দেখা গেছে।

Realme GT Neo 6 SE এর প্রসেসর

Realme এর পক্ষ থেকে জানানো হয়েছে GT Neo 6 SE ফোনটি Snapdragon 7+ Gen 3 চিপসেট সহ লঞ্চ করা হবে। জানিয়ে রাখি এই অক্টাকোর প্রসেসরে 1 2.8GHz Cortex-X4 prime core, 4 2.6GHz Cortex-A720 performance core এবং 3 1.9GHz Cortex-A520 efficiency core দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত কোনও Realme স্মার্টফোন এই চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়নি।

Realme GT Neo 6 SE এর ডিসপ্লে

ব্র্যান্ডের পক্ষ থেকে কনফর্ম করা হয়েছে GT Neo 6 SE স্মার্টফোনটিতে 8T LTPO OLED BOE display দেওয়া হবে। ডিসপ্লে সাইজ সম্পর্কে কিছু বলা হয়নি কিন্তু এই ফোনটিতে 1.5K resolution ডিসপ্লে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই ফোনটিতে 120Hz refresh rate, 2160HzPWM dimming और 1600nits brightness ডিসপ্লে দেখা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here