সামনে এল Realme GT Neo 6 SE ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন, শীঘ্রই হতে পারে লঞ্চ

আগামী কিছু দিনের মধ্যেই রিয়েলমি তাদের জিটি নিও 6 সিরিজ লঞ্চ করতে পারে। এই সিরিজে Realme GT Neo 6 এবং Realme GT Neo 6 SE লঞ্চ করা হতে পারে। ব্র্যান্ডের পক্ষ থেকে অফিসিয়ালি ঘোষণার আগেই সিরিজের Realme GT Neo 6 SE ফোনটির স্কিমেটিক্স ডিজাইন এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সামনে এসে গেছে। এই পোস্টে লিক থেকে পাওয়া তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Realme GT Neo 6 SE ফোনের ডিজাইন (লিক)

  • টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে Realme GT Neo 6 SE ফোনটির ডিটেইলস শেয়ার করেছেন। এর ফলে ফোনটির স্কিমেটিক্স ডিজাইন এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।
  • শেয়ার করা ফটোয় দেখা যাচ্ছে এই ফোনটি অনেকটাই এর আগের মডেল Realme GT Neo 5 SE এর মতো দেখতে।
  • ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা গেছে। এর সঙ্গেই LED ফ্ল্যাশের জন্যও জায়গা দেওয়া হয়েছে।
  • ফোনটির ডানদিকের প্যানেলে পাওয়ার ও ভলিউম রকার বাটন থাকবে।
  • এছাড়াও ডিসিএসের পক্ষ থেকে জানানো হয়েছে এই ফোনটি বেশ হালকা ও পাতলা হবে।

Realme GT Neo 6 SE ফোনের স্পেসিফিকেশন (লিক)

  • টিপস্টার জানিয়েছেন প্রসেসিঙের জন্য এই ফোনে স্ন্যাপড্রাগন 7+ জেন 3 চিপসেট যোগ করা হবে।
  • সুন্দর স্ক্রিন এক্সপেরিয়েন্সের জন্য এতে 8T LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে।
  • পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5500mAh ব্যাটারি থাকতে পারে।

Realme GT Neo 5 SE ফোনের স্পেসিফিকেশন

  • স্ক্রিন: Realme GT Neo 5 SE ফোনে 6.73 ইঞ্চির OLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য কোম্পানি এই ফোনে Qualcomm Snapdragon 7+ Gen 2 অক্টা-কোর প্রসেসর যোগ করেছে।
  • স্টোরেজ: এই ফোনে 16GB পর্যন্ত LPDDR5x RAM এবং 1TB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ রয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Realme GT Neo 5 SE ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 64-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8-মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনটিতে 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: Realme GT Neo 5 SE ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • ওএস: Realme GT Neo 5 SE ফোনটি Android 13 OS এবং Realme UI 4.0-এর সঙ্গে কাজ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here