কনফার্ম হল Realme NARZO 70 5G স্মার্টফোনের ভারতে লঞ্চ ডেট, 15 হাজার টাকার চেয়েও কম দামে আসতে চলেছে

রিয়ালমি কিছু দিন আগেই তাদের NARZO 70 সিরিজের নতুন Realme NARZO 70x 5G স্মার্টফোন লঞ্চের ডেট ঘোষণা করেছে। এবার এই সিরিজের ভ্যানিলা মডেল Realme NARZO 70 5G স্মার্টফোন লঞ্চের জন্য প্রস্তুত। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে 24 এপ্রিল এই দুটি ফোন পেশ করা হবে। জানিয়ে রাখি Realme NARZO 70 5 15 হাজার টাকার চেয়েও কম দামে লঞ্চ করা হবে। ভারতীয় ইউজারদের জন্য আরও একটি সস্তায় 5G ফোন আসতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের সম্পূর্ণ ডিটেইলস।

Realme NARZO 70 5G এর লঞ্চ ডেট

  • Realme তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন Realme NARZO 70 5G স্মার্টফোন লঞ্চ সম্পর্কে জানিয়েছে।
  • 24 এপ্রিল দুপুর 12:00 টায় Realme NARZO 70x 5G ফোনটি পেশ করা হবে।
  • ওয়েবসাইট থেকে পাওয়া ডিটেইলস অনুযায়ী Realme NARZO 70 5G ফোনটি 15 হাজার টাকার চেয়েও কম দামে সেল করা হবে।
  • নতুন টিজারে ফোনটি লাইট ব্লু কালার অপশনে দেখা গেছে। ফোনটির ব্যাক প্যানেলে বড়ো সার্কুলার মডিউল ক্যামেরা রয়েছে। এতে ট্রিপল ক্যামেরা দেওয়া হয়েছে।

Realme NARZO 70 5G এর স্পেসিফিকেশন

  • কোম্পানি ওয়েবসাইটের মাধ্যমে জানিয়েছে Realme NARZO 70 5G ফোনে এমোলেড ডিসপ্লে দেওয়া হবে। এতে 120Hz রিফ্রেশ রেট সহ পেশ করা হবে।
  • কোম্পানির ওয়েবসাইটে থাকা মাইক্রো লাইভ অনুযায়ী এই ফোনে মিডিয়াটেক ডায়মনসিটি 7050 চিপসেট সহ লঞ্চ করা হবে।
  • Realme NARZO 70 5G ইমেজ অনুজায়ও এতে এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হবে।
  • সুন্দর পারফর্মেন্সের জন্য Realme NARZO 70 5G ফোনে ভ্যাপার কুলিং চেম্বার দেওয়া হবে। ফলে ফোনটি হিট হওয়া থেকে সুরক্ষিত হবে। এর মাপ প্রায় 4,356mm² হবে বলে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here