প্রকাশ্যে এল Realme Narzo N55 এর লঞ্চ ডেট, জেনে নিন কবে হবে লঞ্চ

Highlights

  • 12 এপ্রিল ভারতে লঞ্চ হবে Realme Narzo N55 স্মার্টফোন।
  • এই ফোনে 4GB/6GB RAM এবং 64GB/128GB স্টোরেজ দেওয়া হবে।
  • কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনের অফিসিয়াল লুক শেয়ার করা হয়নি।

Realme India তাদের Narzo-N সিরিজের নতুন ফোন টিজ করা শুরু করে দিয়েছে। আমরা কয়েক দিন আগেই জানিয়েছিলাম আগামী মাসে অর্থাৎ এপ্রিলে ভারতে এই ফোন পেশ করা হবে। এবার এই ফোনের লঞ্চ ডেট সম্পর্কে এক্সক্লুসিভ খবর পাওয়া গেছে। ইন্ডাস্ট্রি সোর্স মারফৎ জানা গেছে যে আগামী 12 এপ্রিল ভারতে Realme Narzo N55 স্মার্টফোন লঞ্চ করা হবে। জানিয়ে রাখি এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে ফোনটির অফিসিয়াল লঞ্চ ডেট জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে শীঘ্রই এবিষয়ে কোম্পানি কোন তথ্য শেয়ার করবে। আরও পড়ুন: OTT দর্শকদের জন্য সুখবর, এপ্রিলে লঞ্চ হবে এইসব সিনেমা এবং সিরিজ

কালার এবং RAM ও স্টোরেজ ভেরিয়েন্ট

আমাদের এক্সক্লুসিভ রিপোর্ট অনুযায়ী Realme Narzo N55 ফোনটি প্রাইম ব্ল্যাক এবং প্রাইম ব্লু কালার ভেরিয়েন্টে পেশ করা হবে। এই ফোনটি একাধিক মেমরি ভেরিয়েন্টে সেল করা হবে। ফোনটির বেস ভেরিয়েন্টে 4GB RAM ও 64GB স্টোরেজ যোগ করা হবে। এছাড়াও ফোনটি 4GB RAM + 128GB, 6GB RAM + 64GB/128GB ভেরিয়েন্টে বাজারে আনা হবে। এছাড়াও এই ফোনের সবচেয়ে বড় ভেরিয়েন্টে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ থাকবে।

আপাতত এখনও পর্যন্ত এই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। তবে Realme Narzo N55 ফোনটি একটি মিড রেঞ্জ স্মার্টফোন হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এই ফোনটি নারজো সিরিজের লেগেসি বজায় রেখে একটি গেমিং ফোন হিসাবে পেশ করা হতে পারে। এই ফোনটি শপিং সাইট আমাজন এবং রিয়েলমির ওয়েবসাইটে সেল করা হবে। আরও পড়ুন: 2 ঘন্টারও বেশি লেট হল রেডমি লঞ্চ ইভেন্ট! রেগে আগুন ফ্যানরা, খিল্লির খোরাক শাওমি

জানিয়ে রাখি এখনও এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কোম্পানি মুখ খোলেনি। তবে বর্তমানে আমরা আগামী কিছু দিনের মধ্যে Realme Narzo N55 ফোনটির স্পেসিফিকেশন এবং লঞ্চ সম্পর্কে আরও বিশদ তথ্য জানা যাবে বলে মনে করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here