2 ঘন্টারও বেশি লেট হল রেডমি লঞ্চ ইভেন্ট! রেগে আগুন ফ্যানরা, খিল্লির খোরাক শাওমি

রেডমি গত সপ্তাহে অফিসিয়ালি ঘোষণা করে জানিয়ে দিয়েছিল 30 মার্চ কোম্পানি ভারতে তাদের নতুন মোবাইল ফোন লঞ্চ করবে সেদিন থেকেই কোম্পানির ফ্যানরা উৎসুক হয়ে অপেক্ষা করছিল। কিন্তু লঞ্চের সময় উপস্থিত হলে ফ্যানদের মধ্যে বিরক্তি এবং ক্ষোভ ঝরে পড়তে দেখা যায়। গতকাল ভারতে Redmi 12C এবং Redmi Note 12 4G ফোনদুটি লঞ্চ করা হয়েছে। লঞ্চের নির্ধারিত সময় ছিল দুপুর 12টা। সঠিক সময়ে রেডমি ফ্যানরা কোম্পানির ইউটিউব চ্যানেলে চলে আসে অথচ লাইভ স্ট্রিমিং প্রথমে 12টা থেকে 12:30টা, এরপর 12:30টা থেকে 1টা এবং অবশেষে 1টা থেকে দুপুর 2টোয় শিফট করা হয়। আরও পড়ুন: রোগ বুঝতে ব্যর্থ হয় চিকিৎসকেরা, কুকুরের প্রাণ বাঁচাল ChatGPT

বারবার পিছিয়ে যায় সময়

Redmi 12C এবং Redmi Note 12 4G ফোনদুটি গতকাল 30 মার্চ দুপুর 12টায় ভারতে অফিসিয়ালি লঞ্চ হওয়ার কথা ছিল। কোম্পানির পক্ষ থেকে লাইভ স্ট্রিমিঙের মাধ্যমে তাদের ফোন লঞ্চ দেখানর পরিকল্পনা করে রেখেছিল। কিন্তু কোন কারণে এই লাইভ স্ট্রিমিং নির্ধারিত সময়ে শুরু হয়নি। দুপুর 12টা পেরিয়ে গেলে কোম্পানি লাইভ স্ট্রিমিঙের সময় আপডেট করে 12:30টা করে দেয়।

এর কিছুক্ষণ পর মি ইন্ডিয়া তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লঞ্চ টাইম 12:30 এর বদলে 1টা লিখে দেয়। এরপর আবার যখন প্রায় 1টা বাজতে যায় তখন লঞ্চের সময় বদলে দুপুর 2টো করা হয়। আরও পড়ুন: সুখবর! UPI ট্রানজেকশনে কোনো চার্জ লাগবে না, সরকারের তরফে স্পষ্ট করা হল পুরো বিষয়

ইউটিউবে ক্ষোভ প্রকাশ

গতকাল নতুন ফোন লঞ্চ হতে কোম্পানির পক্ষ থেকে প্রায় 2 ঘন্টারও বেশি লেট হয়েছে এবং কোম্পানির ফ্যানরা তা কোনভাবেই মেনে নিতে পারেনি। সাধারণ জন্তা ইউটিউবের লাইভ স্ট্রিমিঙেই তাদের বিরক্তি প্রকাশ করতে শুরু করে। বিভিন্ন কমেন্টের মাঝে বারবার মানুষের রাগ ঝরে পড়তে দেখা যায়।

এই দেরি হওয়ার পর কোম্পানির আধিকারিকদের পক্ষ থেকে পরিস্থিতি সাম্লানর চেষ্টা করা হয়। কোম্পানির পক্ষ থেকে শাওমি অফিসার টুইটের মাধ্যমে জানায় তাদের টীম Redmi 12C এবং Redmi Note 12 4G এর যথাযথ দাম নির্ধারণ করছে। এমন এক নূন্যতম দাম নিয়ে ভাবা হচ্ছে যা ইউজারদের জন্য খুবই অ্যাফোর্ডেবল হবে। এই দুটি ফোনের দাম এবং অনান্য তথ্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে জানতে পারেন –

Redmi 12C / Redmi Note 12 4G

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here