[Exclusive] লঞ্চের আগেই প্রকাশ্যে এল Realme P3 5G স্মার্টফোনের স্টোরেজ ও কালার অপশন, জেনে নিন ডিটেইলস

Realme তাদের দুর্দান্ত P-সিরিজের বেশ প্রশংসা কুড়িয়েছে। এবার শীঘ্রই কোম্পানি তাদের Realme P3 সিরিজ ভারতে লঞ্চ করতে পারে। এই সিরিজের অধীনে Realme P3, Realme P3 Pro এবং Realme P3 Ultra স্মার্টফোন পেশ করা হতে পারে। আমরা এখনও পর্যন্ত এই সিরিজের Realme P3 Pro এবং Realme P3 Ultra ফোনের ভারতীয় লঞ্চ টাইমলাইন সম্পর্কে তথ্য জানিয়েছিলাম। এবার এই পোস্টের মাধ্যমে Realme P3 5G ফোনের স্টোরেজ, কালার অপশন সম্পর্কে জানাবো। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং Realme P3 5G স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।

আরও পড়ুন: 6000mAh ব্যাটারি এবং 12GB RAM সহ ভারতে লঞ্চ হল Realme 14 Pro Plus, জেনে নিন ডিটেইলস

Realme P3 5G এর স্টোরেজ, কালার

আমাদের ইন্ডাস্ট্রি সোর্সের বক্তব্য অনুযায়ী RMX5070 মডেল নাম্বার সহ Realme P3 5G ফোনটি নিচে দেওয়া কালার এবং স্টোরেজ অপশনে ভারতে লঞ্চ করা হতে পারে।

 

ফোন স্টোরেজ কালার
Realme P3 5G 6GB+128GB Nebula Pink, Comet Grey
8GB+128GB Nebula Pink, Comet Grey, Space Silver
8GB+256GB Comet Grey, Space Silver

 

জানিয়ে রাখি আগের Realme P2 মডেল ছিল না, শুধুমাত্র Realme P2 Pro মডেল পেশ করা হয়েছিল।

আমরা আগেই Realme P3 Pro (P2 Pro এর সাক্সেসার) এবং Realme P3 Ultra ফোনের লঞ্চ টাইমলাইন এবং অন্যান্য তথ্য শেয়ার করেছিলাম।

realme P3 Pro এবং Ultra এর সম্ভাব্য ডিটেইলস

  • জানুয়ারি শেষের দিকে Realme P3 Ultra ফোনটি এবং ফেব্রুয়ারি তৃতীয় সপ্তাহে Pro মডেল লঞ্চ করা হতে পারে।
  • RMX5032 মডেল নাম্বার সহ Realme P3 Pro ফোনটি এবং তবে P3 Ultra ফোনটির RMX5030 মডেল নাম্বার হতে পারে।
  • আমরা আপকামিং দাম সম্পর্কে এখনও পর্যন্ত জানতে পারিনি। 2024 সালের সেপ্টেম্বর মাসে আগের মডেল Realme P2 Pro ফোনটি ভারতে 21,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
  • Realme P3 Pro ফোনটি 12GB RAM এবং 256GB স্টোরেজ অপশনে সেল করা হতে পারে। তবে P2 Pro ফোনটি 12+512GB স্টোরেজ অপশনে সেল করা হয়।
  • এই সিরিজের দামী মডেল P3 Ultra ফোনটিও একই সেটআপে পেশ করা হতে পারে। আমাদের সোর্সের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আপকামিং ফোনটি অসাধারণ ফিনিশ সহ গ্রে কালার অপশনে লঞ্চ করা হতে পারে।
  • ইন্দোনেশিয়ার TKDN সার্টিফিকেশন বডিতে RMX5070 মডেল নাম্বার সহ ফোনটি লিস্টেড হতে পারে।
  • ক্যামেরা FV5 অনুযায়ী ফোনটি 50MP (12.6 পিক্সেল বাইনিং) প্রাইমারি সেন্সর এবং 16MP (4MP পিক্সেল বাইনিং) ফ্রন্ট ক্যামেরা সহ লঞ্চ করা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here