ভারতের বাজারে Realme তাদের P3 সিরিজের নতুন ফোন লঞ্চ করতে চলেছে। সম্প্রতি আমরা এই বিষয়ে ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম এবং তথ্যগুলি সম্পূর্ণ সঠিক। জানিয়ে রাখি এই সিরিজের অধীনে নতুন ফোনটি Realme P3 Lite 5G নামে পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 13 সেপ্টেম্বর ভারতে ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনটির দাম 10,000 টাকার চেয়ে কম রাখা হবে বলে জানা গেছে। অফিসিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্টের মাইক্রোসাইটের মাধ্যমে আপকামিং ফোনের ডিটেইলস প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক P3 Lite 5G ফোনের সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।
Realme P3 Lite 5G ফোনটিতে 6.67 ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 720×1604 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করবে। এর ফলে স্মুথ স্ক্রলিং এবং গেমিং উপভোগ করা যাবে। দুর্দান্ত প্রসেসিঙের জন্য ফোনটিতে MediaTek Dimensity 6300 6nm প্রসেসর থাকবে।
ফোনটি 4GB এবং 6GB RAM সহ 128GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হবে। এই স্টোরেজ মাইক্রো SD কার্ডের মাধ্যমে 2TB পর্যন্ত বাড়ানো যাবে। একইসঙ্গে ফোনটিতে 12GB পর্যন্ত ভার্চুয়াল RAM এক্সপেনশন ফিচার থাকবে, ফলে 18GB পর্যন্ত পারফরমেন্স পাওয়া যাবে। অন্যদিকে ফোনটি Android 15 এবং Realme UI 6.0 সহ লঞ্চ করা হবে।
ফটোগ্রাফির জন্য Realme P3 Lite 5G ফোনটিতে LED ফ্ল্যাশ সহ 32MP রেয়ার ক্যামেরা দেওয়া হবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 8MP ক্যামেরা যোগ করা হবে। একইসঙ্গে কোম্পানির পক্ষ থেকে পোট্রেট মোড এবং এআই এনহ্যান্সমেন্ট ফিচার থাকবে। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। এর পাশাপাশি জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনে IP64 রেটিং এবং মজবুতির জন্য MIL-STD 810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন থাকবে।
পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হবে এবং এই ব্যাটারি চার্জ করার জন্য 45W SuperVOOC ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে। কোম্পানির বক্তব্য অনুজায়্যি আপকামিং ফোনটিতে স্লিম ডিজাইন সহ বড় ব্যাটারি থাকা সত্ত্বেও এটি অত্যন্ত পাতলা এবং হালকা ফোন হতে চলেছে।
কানেক্টিভিটির জন্য Realme P3 Lite 5G ফোনটিতে 5G SA/NSA, ডুয়েল 4G VoLTE, Wi-Fi 802.11 ac, Bluetooth 5.3, GPS এবং USB Type-C পোর্ট থাকবে। দুর্দান্ত অডিওর জন্য ফোনটিতে আল্ট্রা-লিনিয়ার বটম-পোর্টেড স্পিকার দেওয়া হবে।
Realme P3 Lite 5G ফোনটি দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হবে। এতে 4GB RAM + 128GB স্টোরেজ অপশন এবং 6GB RAM + 128GB স্টোরেজ অপশন থাকবে। আপকামিং ফোনটি Purple Blossom, Midnight Lily এবং Lily White এর মতো তিনটি কালার অপশনে পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ফোনটি 10,000 টাকার চেয়ে কম দামে লঞ্চ করা হবে। Realme ওয়েবসাইট এবং ফ্লিপকার্টের মাধ্যমে ফোনটি সেল করা হবে।
ভারতের বাজারে Realme P3 Lite 5G ফোনটি Redmi 14C, iQOO Z10 Lite এবং Infinix Note 50X ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এই কম দামের ফোনটিতে 5G কানেক্টিভিটি এবং বড় ব্যাটারি পাওয়া যাবে। আপকামিং Realme P3 Lite 5G ফোনটি স্লিম ডিজাইন, 6000mAh ব্যাটারি এবং মিলিটারি গ্রেড সার্টিফিকেশনের জন্য এগিয়ে থাকতে পারে। যারা কম দামে 5G কানেক্টিভিটি সহ ফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোনটি একটি ভালো অপশন হবে।
যারা 10,000 টাকা রেঞ্জে নতুন ফোন চাইছেন, তাঁরা Realme P3 Lite 5G ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। আগামী 13 সেপ্টেম্বর লঞ্চের পর আমরা এই ফোনের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।












