RealMe আনতে চলেছে পপ আপ সেলফি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন, থীম সঙে করল টিজ

RealMe কিছু দিন আগে ভারতে তাদের নতুন ফোন RealMe 3 Pro লঞ্চ করে। এবার হয়তো কোম্পানি তাদের ঘরোয়া মার্কেটে নতুন ফোন লঞ্চ করবে। RealMe এর নতুন স্মার্টফোন RMX1901 মডেল নাম্বারের সঙ্গে চীনের সার্টিফিকেশন সাইট টেনাতে লিস্টেড করা হয়েছে। আবার কোম্পানির থীম ভিডিওতে একটি স্মার্টফোন দেখা গেছে, মনে করা হচ্ছে এটি কোম্পানির আরেকটি স্মার্টফোন, যার নাম এখনও জানা যায়নি।

30W ফাস্ট চার্জিং ও সবচেয়ে শক্তিশালী প্রসেসরের সঙ্গে লঞ্চ হল Nubia Red Magic 3, গেমিঙের জন্য অনবদ্য অনুভূতি

ভিডিওতে ফোনের ফ্রন্ট সাইড দেখানো হয়েছে, যার থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এই ফোনে পপ আপ সেলফি ক‍্যামেরা থাকবে। ভিডিও অনুযায়ী ফোনের চারদিকে খুব পাতলা বেজল দেওয়া হয়েছে এবং ফোন বডির মাঝামাঝি পপ আপ সেলফি ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ভিডিওতে ফোনের ব‍্যাক প‍্যানেলের একটি ঝলক দেখানো হয়েছে, কিন্তু এর থেকে বেশি ডিটেইলস জানা যায়নি। ফোনের ওপরের প‍্যানেলে 3.5 এম‌এম অডিও জ‍্যাক আছে।

কিছু দিন আগে টেনার লিস্টিং থেকে জানা যায় কোম্পানি তাদের নতুন ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে যার মডেল নাম্বার RMX1901। ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে টেনার লিস্টিঙে ফোনটির ডায়মেনশন বলা হয়েছে 161.2×76×9.4 এম‌এম। এতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 3,680 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হতে পারে।

Samsung Galaxy S10 সিরিজের স্মার্টফোনে পাওয়া যাচ্ছে 11,000 পর্যন্ত ক‍্যাশব‍্যাক, জেনে নিন কিভাবে পাবেন

ডিসপ্লের জন্য কোম্পানির এই আগামী ফোনে 6.5 এম‌এম প‍্যানেল দেওয়া হতে পারে। তবে এখনও পর্যন্ত ফোনটির রেজলিউশন, আসপেক্ট রেশিও ও পিক্সেল ডেন্সিটি সম্পর্কে কিছু জানা যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here