ফ্লিপকার্টে লিস্টেড হল 64 মেগাপিক্সেল‌ওয়ালা Realme X2 Pro, ভারতে লঞ্চ হবে 20 নভেম্বর

টেক কোম্পানি Realme কিছু দিন আগে ঘোষণা করেছিল যে কোম্পানি আগামী 20 নভেম্বর ভারতে Realme X2 Pro স্মার্টফোন লঞ্চ করবে। কোম্পানি তাদের “এক্স” সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে কিছু দিন আগে ইউরোপীয় মার্কেটে Realme X2 Pro ফোনটি লঞ্চ করেছিল। এবার ফ্লিপকার্টে Realme X2 Pro স্মার্টফোনটির জন্য একটি মাইক্রোসাইট বানানো হয়েছে।

আরও পড়ুন : ওপেন সেলে পাওয়া যাবে 5,000 এম‌এএইচ ব‍্যাটারীওয়ালা Redmi 8A, মাত্র 6,499 টাকা দামে পাওয়া যাবে এই সুন্দর স্মার্টফোন

এই মাইক্রোসাইট থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে Realme X2 Pro ফোনটি ভারতে ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে। এছাড়া এই ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট realme.com এও বেচা হবে। এই ফোনটি কোম্পানির পক্ষ থেকে অফলাইন চ‍্যানেলেও বেচা হতে পারে। তবে এই ব‍্যাপারে লঞ্চের সময় সঠিকভাবে জানা যাবে। তবে লক্ষণীয় বিষয় হল মাইক্রোসাইটে ফোনটির নামের জায়গায় Realme X2 Pro লেখা হয়নি। তবে লঞ্চ ডেট ঘোষণার সময় কোম্পানি সরাসরি Realme X2 Pro এর নাম উল্লেখ করেছিল। 

Realme X2 Pro ফোনটি ব্র‍্যান্ডের 64 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন যা আগেই ইউরোপীয় মার্কেটে লঞ্চ করা হয়েছে। যখন রিয়েলমির প্রধান প্রতিদ্বন্দ্বী কোম্পানি Xiaomi ভারতে তাদের প্রথম 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন Redmi Note 8 Pro লঞ্চের প্রস্তুতি নিচ্ছিল ঠিক সেই মুহূর্তে কোম্পানির পক্ষ থেকে ভারতে Realme X2 Pro এর লঞ্চ ডেট ঘোষণা করা হয়। Redmi Note 8 Pro লঞ্চের আগে Realme X2 Pro ফোনটির লঞ্চ ডেট ঘোষণা দেখে কোম্পানির দক্ষ ব‍্যাবসায়িক স্ট্র‍্যাটেজি সম্পর্কে ধারণা করা যায়। আবার এমনটাও হতে পারে যে Realme X2 Pro এর লঞ্চ ডেট ঘোষণা করায় Redmi Note 8 Pro এর চাহিদা এবং সেল ব‍্যাপক হারে প্রভাবিত হবে। 

আরও পড়ুন : Mi Super Sale: Xiaomi ফোনে পাওয়া যাচ্ছে অসাধারণ ছাড়, জেনে নিন কখন কিভাবে কিনবেন

অসাধারণ ক‍্যামেরা

Realme X2 Pro ফোনটিতে 64 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 64 মেগাপিক্সেল GW1 প্রাইমারি সেন্সর, 13 মেগাপিক্সেল টেলিফোটো লেন্সের সঙ্গে 20x হাইব্রিড জুম সাপোর্ট, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সঙ্গে 115 ডিগ্রি ফিল্ড অফ ভিউ আছে যা 2.5 এম‌এম ম‍্যাক্রো শট নিতে সক্ষম। এছাড়া এই ফোনটি 4K 60 fps ভিডিও এবং 960 fps স্লো মোশান রেকর্ড করতে পারে। ভিডিও কল ও সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

স্পেসিফিকেশন

Realme X2 Pro তে 90 হার্টস রিফ্রেশরেটে যুক্ত 6.5 ইঞ্চির এমোলেড ডিসপ্লে এবং স্ন‍্যাপড্রাগন 855+ চিপসেট দেওয়া হয়েছে। এছাড়া Realme X2 Pro তে Dolby Atmos এবং সার্টিফাইড Hi-res কোয়ালিটিযুক্ত ডুয়েল স্টিরিও স্পীকার দেওয়া হয়েছে। এর সঙ্গে Realme X2 Pro তে 50 ওয়াট VOOC চার্জিং টেকনোলজির সঙ্গে 4,000 এম‌এএইচের শক্তিশালী ব‍্যাটারী আছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইতে কাজ করে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here