ওপেন সেলে পাওয়া যাবে 5,000 এম‌এএইচ ব‍্যাটারীওয়ালা Redmi 8A, মাত্র 6,499 টাকা দামে পাওয়া যাবে এই সুন্দর স্মার্টফোন

Xiaomi গত সেপ্টেম্বর মাসে ভারতীয় বাজারে তাদের “রেডমি” সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে Redmi 8A ফোনটি লঞ্চ করেছিল। এই স্মার্টফোনটি লো বাজেট সেগমেন্টে লঞ্চ করা হয়েছিল যা কোম্পানি অনলাইন লাইভ স্ট্রীম করে সফ্ট লঞ্চের মাধ্যমে মার্কেটে লঞ্চ করেছিল। Redmi 8A ফোনটি লঞ্চের পর থেকে শাওমির অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া একমাত্র শপিং সাইট ফ্লিপকার্টে ফ্ল‍্যাশ সেলের মাধ্যমে বেচা হত। কিন্তু এবার শাওমি তাদের ফ‍্যানদের খুশি করে জানিয়ে দিয়েছে এখন যে কোনো সময়ে Redmi 8A ফোনটি ওপেন সেলের মাধ্যমে কেনা যাবে। 

আরও পড়ুন : Realme এর ধামাকা : মাত্র এক মাসে বিক্রি হল 52 লক্ষ স্মার্টফোন, তবে কি নড়ে গেল Xiaomi?

শাওমি তাদের Redmi 8A ফোনটি ওপেন সেলের মাধ্যমে বেচা শুরু করেছে। অর্থাৎ এখন আর এই ফোনটি কেনার জন্য ফ্ল‍্যাশ সেলের অপেক্ষা করতে হবে না। যে কোনো সময় মি ডট কম এবং ফ্লিপকার্ট থেকে Redmi 8A ফোনটি কেনা যাবে। প্রসঙ্গত জানিয়ে রাখি এই ফোনটি অফলাইন রিটেইল স্টোরেও বেচা হবে, তবে দোকান থেকে কেনার জন্য অতিরিক্ত 300 টাকা দাম দিতে হবে। ইতিমধ্যে অনলাইন প্ল‍্যাটফর্মে কোনো রকম অতিরিক্ত চার্জ ছাড়া ফোনটি ওপেন সেলের মাধ্যমে বেচা শুরু হয়ে গেছে। 

দাম ও ভেরিয়েন্ট

Xiaomi Redmi 8A ফোনটি ভারতে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, এগুলি যথাক্রমে 2 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি মেমরি এবং 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি মেমরিযুক্ত। কোম্পানির পক্ষ থেকে Xiaomi Redmi 8A ফোনটির 2 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 6,499 টাকা এবং 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 6,999 টাকা রাখা হয়েছে। এই দুটি ভেরিয়েন্ট‌ঈ এখনও পর্যন্ত এক‌ই দামে বেচা হচ্ছে। তবে রিটেইল স্টোরে Redmi 8A এর 2 জিবি র‍্যাম ভেরিয়েন্টের জন্য 6,799 টাকা এবং 3 জিবি র‍্যাম ভেরিয়েন্টের জন্য 7,299 টাকা দাম মেটাতে হবে।

আরও পড়ুন : Jio কে পিছনে ফেলে ইন্টারনেট স্পীডে এগিয়ে অন্য কোম্পানি, জেনে নিন অন‍্যান‍্য কোম্পানির অবস্থা

Redmi 8A

Xiaomi Redmi 8A ফোনটি 19:9 আসপেক্ট রেশিওর সঙ্গে লঞ্চ করা হয়েছে যা 720 × 1520 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.22 ইঞ্চির এইচডি+ টিএফটি ডিসপ্লেযুক্ত যা সুরক্ষিত রাখার জন্য গোরিলা গ্লাস 5 ব‍্যবহার করা হয়েছে। Xiaomi Redmi 8A অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত মিইউআইসহ কাজ করে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 439 চিপসেটে রান করে। 

ফোটোগ্ৰাফির জন্য Xiaomi Redmi 8A তে সিঙ্গেল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 12 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে যা এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন এবং Sony IMX363 সেন্সরযুক্ত। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি একটি ডুয়েল সিম ফোন যা 4জি এলটিই সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এছাড়া ডেটা ট্রান্সফার এবং চার্জিঙের জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্ট আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here