iQOO নয়, বরং Realme লঞ্চ করবে ভারতের প্রথম 5G ফোন, 24 ফেব্রুয়ারি লঞ্চ হবে Realme X50 Pro

কয়েক দিন আগে নতুন ব্র‍্যান্ড iQOO ঘোষণা করেছিল যে আগামী 25 ফেব্রুয়ারি তারা তাদের প্রথম iQOO 3 স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানি এতদিন এই ফোনটিকে ভারতের প্রথম 5জি ফোন বলে টিজ করছিল। কিন্তু এবার Realme কে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে। আসলে রিয়েলমির সিইও মাধব শেঠ টুইট করে জানিয়েছে যে কোম্পানি 24 ফেব্রুয়ারি ভারতের প্রথম 5জি ফোন পেশ করবে। প্রসঙ্গত এই এক‌ই দিনে ফোনটি মেদ্রিদ শহরে অনলাইন ব্রডকাস্টিঙের মাধ্যমে লঞ্চ করা হবে। 

আরও পড়ুন: LG লঞ্চ করল তিনটি নতুন ফোন, সবকটিতেই আছে 4,000 এম‌এএইচ ব‍্যাটারী, পাঞ্চ হোল ডিসপ্লে ও কোয়াড রেয়ার ক‍্যামেরা

জানিয়ে রাখি Realme X50 Pro 5G শুরুতে বার্সেলোনায় আয়োজিত MWC 2920 এর মঞ্চে পেশ করার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের প্রভাবে এই টেকনোলজি ইভেন্ট বাতিল করা হয়েছে। এই ফোনটিতে 90 হার্টস সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হবে যা হাই রিফ্রেশরেটযুক্ত হবে। কিছু দিন আগে রিয়েলমি একটি পোস্টার পেশ করে জানিয়েছে এই ফোনটি 65 ওয়াট সুপার ডার্ট চার্জ সাপোর্ট করবে। 

এছাড়া চীনের মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে একটি পোস্টার শেয়ার করেছে। এর থেকে জানা গেছে এই ফোনে ছয়টি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে যা 20এক্স জুম সাপোর্ট করবে। এই পোস্টার অনুযায়ী ডিভাইসটির ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ ও ফ্রন্ট প‍্যানেলে ডুয়েল সেলফি ক‍্যামেরা সেন্সর থাকবে।

আরও পড়ুন: Apple iPhone 11 এর মতো ডিজাইনের সঙ্গে লঞ্চ হল সস্তা স্মার্টফোন, দাম মাত্র 5,499 টাকা

Realme X50 Pro স্পেসিফিকেশন

কোম্পানি তাদের Realme X50 Pro ফোনটিতে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত সুপার এমোলেড ডিসপ্লে দেবে। এর সঙ্গে এই ফোনে স্ন‍্যাপড্রাগন 865 এস‌ওসি ও 5জি সাপোর্ট দেওয়া হবে। বর্তমানে Realme চাইছে তারা ভারতে iQOO 3 লঞ্চ করার আগে এই ফোনটি লঞ্চ করে ভারতের প্রথম 5জি ফোনের শিরোপা তাদের Realme X50 Pro এর নামে দখল করতে। এছাড়া আশা করা হচ্ছে Realme X50 Pro তে 8 জিবি LPDDRS র‍্যাম থাকবে। শোনা যাচ্ছে এই ফোনে 64 মেগাপিক্সেল Sony IMX686 প্রাইমারি ক‍্যামেরা সেন্সর থাকবে। 

প্রসঙ্গত জানিয়ে রাখি কোম্পানি Realme X50 5G ফোনটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছিল। কিন্তু এতে 120 হার্টস রিফ্রেশরেট ছিল। নতুন টিজার অনুযায়ী Realme এর আপকামিং ফোনে 65 ওয়াট সুপার ডার্ট চার্জ থাকবে। এটি কোম্পানির ফাস্ট চার্জিং টেকনোলজি এবং এর আউটপুট থেকে বোঝা যায় যে এই টেকনোলজি কতটা দ্রুত ফোন চার্জ করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here