Apple iPhone 11 এর মতো ডিজাইনের সঙ্গে লঞ্চ হল সস্তা স্মার্টফোন, দাম মাত্র 5,499 টাকা

আমরা বেশ কিছু দিন আগে জানিয়েছিলাম টেক কোম্পানি আইটেল ভারতে তাদের নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। অবশেষে ফোনটি লঞ্চ করা হয়েছে। হংকংয়ের ট্রান্সন হোল্ডিঙের অধীনস্থ আইটেল itel Vision 1 নামে নতুন ফোন পেশ করেছে, যার লুকের সঙ্গে Apple iPhone 11 এর যথেষ্ট মিল রয়েছে।

আরও পড়ুন: 15,999 টাকা দামে লঞ্চ হবে 6 জিবি র‍্যাম, 6,000 এম‌এএইচ ব‍্যাটারী ও 64 মেগাপিক্সেল কোয়াড ক‍্যামেরাযুক্ত Samsung Galaxy M31

ডিজাইন

কোম্পানি তাদের এই ফোনে ওয়াটারড্রপ নচ এবং ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে দেওয়া ক‍্যামেরা মডিউল হুবহু Apple iPhone 11 এর মতো। ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন দেওয়া হয়েছে। আইটেল এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ওপরের ডানদিকে চারকোনা শেপে রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দিয়েছে। এই সেট‌আপে দুটি ক‍্যামেরা সেন্সর ভার্টিক‍্যাল শেপে অবস্থিত এবং পাশে একটি ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে।

দাম ও অফার

কোম্পানির পক্ষ থেকে Vision 1 ফোনটি 5,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এর সঙ্গে রিলায়েন্স জিওর পক্ষ থেকে 2,200 টাকা ও 25 জিবি অ্যাডিশনাল ডেটা বিনামূল্যে পাওয়া যাচ্ছে। এছাড়াও এই ফোনটির সঙ্গে আইটেলের ব্লুটুথ ইয়ারফোন বিনামূল্যে পাওয়া যাচ্ছে যার দাম 799 টাকা।

আরও পড়ুন: লঞ্চের আগেই দেখে নিন OPPO Reno 3 Pro এর বিশেষত্ব, ডুয়েল সেলফি ক‍্যামেরার সঙ্গে জেনে নিন ফোনটির ফুল স্পেসিফিকেশন

স্পেসিফিকেশন

কোম্পানি তাদের Vision 1 ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 6.088 ইঞ্চির এইচডি+ আইপিএস ওয়াটারড্রপ ডিসপ্লে দেওয়া হয়েছে যা 500 নিটস ব্রাইটনেস দিতে সক্ষম। এই ফোনে 2 জিবি র‍্যাম ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। Vision 1 ফোনটি 1.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে SC9863A চিপসেটে রান করে।

ফোটোগ্ৰাফির জন্য এতে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 8 মেগাপিক্সেলের প্রাইমারি ও 0.08 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর সাপোর্ট করে যা বিউটি মোড সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: স্পেসিফিকেশনের সঙ্গে লিস্টেড হল Honor 9X Lite, এতে থাকবে 48 মেগাপিক্সেল রেয়ার ক‍্যামেরা, 4 জিবি র‍্যাম ও অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম

itel Vision 1 একটি ডুয়েল সিম ফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। এই ফোনে ইংলিশ ও হিন্দির সঙ্গে অন‍্যান‍্য ভারতীয় ভাষাও আছে। এই ফোনটি কোম্পানি গ্ৰেডেশন ব্লু ও গ্ৰ‍্যাজুয়েশন পার্পল কালার ভেরিয়েন্টে পেশ করেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here