ফেব্রুয়ারিতে লঞ্চ হতে চলেছে গেমিং স্মার্টফোন REDMAGIC 7। কোম্পানি লঞ্চের ঠিক আগেই চীনা নববর্ষে এই স্মার্টফোনের টিজার ভিডিও শেয়ার করেছে। এই ভিডিওতে, REDMAGIC 7 গেমিং স্মার্টফোনের ব্যাক প্যানেলের ডিজাইন দেখা গেছে। টিজার ভিডিওটিতে আসন্ন REDMAGIC 7 গেমিং স্মার্টফোনের একটি ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল দেখা গেছে। এই রিয়ার প্যানেল থেকে গেমিং স্মার্টফোনের কিছু স্পেসিফিকেশন সামনে এসেছে।
REDMAGIC 7 স্মার্টফোনের ফিচার গুলো সম্পর্কে কথা বললে, এর রিফ্রেশ রেট 165Hz এবং টাচ স্যাম্পলিং রেট হল 720Hz। এর সাথে ফোনটি ঠান্ডা রাখার জন্য ICE 8.0 সিস্টেম দেওয়া হয়েছে। পাশাপাশি এই ফোনে 20,000 PRM টার্বো ফ্যান সহ RGB লাইটিং দেওয়া হয়েছে। Redmagic-এর এই আসন্ন গেমিং স্মার্টফোনটি Snapdragon 8 Gen 1 চিপসেটের সঙ্গে পেশ করা হতে পারে।
আসন্ন REDMAGIC 7 স্মার্টফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ক্যামেরা সেটআপের ঠিক নিচে LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। এর সাথে ফোনের নীচে REDMAGIC এর ব্র্যান্ডিংও দেওয়া হয়েছে। এই গেমিং স্মার্টফোন ট্রান্সপারেন্ট এডিশনের পাশাপাশি কালো, গ্রেডিয়েন্ট ব্লু, সবুজ এবং লাল রঙের কালার অপশনেও পাওয়া যাবে।
REDMAGIC 7 স্পেসিফিকেশন
REDMAGIC 7 স্মার্টফোনটিতে ফুল HD+ রেজোলিউশন সহ একটি 6.68-ইঞ্চি OLED ডিসপ্লে থাকবে। এর সাথে ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও দেওয়া হতে পারে। Redmagic-এর এই গেমিং ফোনটি 8 GB / 12 GB / 16 GB RAM অপশনে পাওয়া যাবে, এবং এতে Snapdragon 8 Gen 1 প্রসেসর থাকবে। স্টোরেজ সম্পর্কে কথা বললে, ফোনটি 128 GB / 256 GB / 512 GB এর বিকল্প পাওয়া যাবে। এর সাথে, এই ফোনটি Android 12 ভিত্তিক RedMagic UI-তে চলবে।
REDMAGIC 7 গেমিং স্মার্টফোনে একটি 4,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে যা 165W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসতে পারে বলে মনে করা হচ্ছে। এই ফোনে 64MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। তবে বর্তমানে, REDMAGIC 7 এর ফ্রন্ট ক্যামেরা এবং রিয়ার ক্যামেরা সেটআপ এবং অন্যান্য ক্যামেরা সেন্সর সম্পর্কে কোনও তথ্য সামনে আসেনি ।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন