Highlights
- 1 এপ্রিল থেকে 2,000 টাকার বেশি UPI পেমেন্টে 1.1 শতাংশ ফি দিতে হবে।
- ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া UPI পেমেন্টের উপর চার্জের সুপারিশ করেছে।
- NPCI 30 সেপ্টেম্বর 2023 বা তার আগে নেওয়া চার্জ পর্যালোচনা করবে।
আপডেট: এখনও পর্যন্ত বলা হয়েছিল যে সরকার UPI পেমেন্টে চার্জ নিতে পারে কিন্তু এখন ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া সোশ্যাল মিডিয়ায় এইসব খবর ভিত্তিহীন বলে জানিয়েছে। NPCI বলেছে- UPI লেনদেন আগের মতোই গ্রাহক এবং মার্চেন্টদের জন্য ফ্রি থাকবে। PPI মার্চেন্ট ট্রানজেকশনের জন্য 1.1 শতাংশ ফি দিতে হবে। আরও পড়ুন: UPI পেমেন্ট একদম ফ্রি থাকবে, শুধুমাত্র PPI লেনদেন চার্জ করা হবে! জেনে নিন সম্পূর্ণ ডিটেইলস
আগামী মাস থেকে UPI-এর মাধ্যমে পেমেন্ট করতে খরচ হতে পারে। আসলে NPCI একটি সার্কুলার জারি করেছে, যেখানে বলা হয়েছে এপ্রিল থেকে UPI-এর মাধ্যমে মার্চেন্ট পেমেন্টে PPI চার্জ লাগবে। ET-এর রিপোর্ট অনুসারে UPI পেমেন্ট সিস্টেম এই পরামর্শের পরে, 2000 টাকার উপরে লেনদেনে PPI ফি অর্থাৎ অতিরিক্ত চার্জ নেওয়া হতে পারে। এমন হলে 2,000 টাকার উপরে লেনদেনের জন্য 1.1 শতাংশ চার্জ ধার্য করা হতে পারে।
70 শতাংশ ট্রানজেকশন 2 হাজারের ওপরে হয়
UPI এর মাধ্যমে হওয়া 70% ট্রানজেকশন 2 হাজার টাকার অধিক ভ্যালুর হয়ে থাকে। তবে এতে ভয় পাওয়ার দরকার নেই কারণ এই ফি গুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং PPI ওয়ালেটের মধ্যে পিয়ার টু পিয়ার (P2P) এবং পিয়ার টু মার্চেন্ট (P2M) লেনদেনের জন্য প্রযোজ্য হবে না। সহজ ভাবে বললে গ্রাহকদের দ্বারা করা পেমেন্টের উপর কোন চার্জ নেওয়া হবে না। আরও পড়ুন: দেখে নিন 700 টাকাযর কম বাজেটে 5টি সেরা ফিচার ফোনের তালিকা
Paytm টুইট করে গ্রাহকদের সুখবর জানিয়েছে
Regarding NPCI circular on interchange fees & wallet interoperability, no customer will pay any charges on making payments from #UPI either from bank account or PPI/Paytm Wallet. Please do not spread misinformation. #Mobile payments will continue to drive our economy forward!
— Paytm Payments Bank (@PaytmBank) March 29, 2023
Paytm টুইট করে জানিয়েছে যে কোনও গ্রাহক একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা PPI/Paytm ওয়ালেট থেকে এক্সট্রা চার্জ ছাড়াই UPI-এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। দয়া করে ভুল তথ্য যেন না ছড়ানো হয়।মনে করা হচ্ছে যে বিশ্বাস করা হয় যে নতুন ইন্টারচেঞ্জ স্ট্রাকচার Paytm, PhonePe এবং Google Pay এর মতো UPI অ্যাপগুলিকে একটি বড় স্বস্তি দেবে, যেখানে ডিজিটাল পেমেন্টে বড় অবদান রাখার পরেও এইসব কোম্পানি রাজস্ব বাড়াতে লড়াই করছে।
0.5% থেকে 1.1% চার্জ নেওয়া হবে
রিপোর্টে এক্সট্রা চার্জের ম্যাক্সিমাম লিমিট 1.1% নির্ধারণ করা হয়েছে। যেখানে, 2,000 টাকার উপরে প্রতিটি লেনদেনের ফি আলাদা হবে। ইন্টারচেঞ্জ 0.5% থেকে 1.1% এর মধ্যে থাকবে। উদাহরণস্বরূপ, যদি একজন ইউজার পেট্রোল এবং ডিজেল কেনেন UPI লেনদেনে 0.5 শতাংশ চার্জ, টেলিকম, পোস্ট অফিস, শিক্ষা এবং কৃষির জন্য 0.7 শতাংশ, সুপারমার্কেটের জন্য 0.9 শতাংশ এবং মিউচুয়াল ফান্ড, সরকার, বীমা এবং রেলওয়ের জন্য 1 শতাংশ চার্জ নেওয়া হবে৷ আরও পড়ুন: লঞ্চের আগেই লিক হল Jio Phone 5G এর দাম এবং স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইল
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন