Home খবর লিক হল Redmi 13 4G, প্রকাশ্যে এল এই ফোনের ফটো সহ দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস

লিক হল Redmi 13 4G, প্রকাশ্যে এল এই ফোনের ফটো সহ দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস

সস্তা রেডমি স্মার্টফোন ইউজারদের জন্য সুখবর। কোম্পানি শীঘ্রই তাদের সস্তার Redmi 13 4G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। টিপস্টার সুধাংশুর মাধ্যমে আমরা এই আপকামিং ফোনটি সম্পর্কে এক্সক্লুসিভভাবে জানতে পেরেছি। এই সোর্সের মাধ্যমে Redmi 13 4G স্মার্টফোনের ফটো সহ দাম এবং স্পেসিফিকেশন জানা গেছে।

Redmi 13 4G এর দাম (লিক)

সোর্সের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Redmi 13 4G স্মার্টফোনটি দুটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। এই ফোনের বেস মডেল 6GB RAM + 128GB স্টোরেজের দাম EUR 199 অর্থাৎ প্রায় 18,000 টাকা রাখা হতে পারে। একইসঙ্গে Redmi 13 4G ফোনের টপ মডেল 8GB RAM + 256GB স্টোরেজের দাম EUR 229 অর্থাৎ প্রায় 21,000 টাকা রাখা হবে বলে জানানো হয়েছে।

Redmi 13 4G এর ডিজাইন

Redmi 13 4G এর স্পেসিফিকেশন (লিক)