আজ ভারতের বাজারে শাওমির সাব ব্র্যান্ড রেডমি তাদের Note 14 সিরিজ পেশ করেছে। এদিকে কোম্পানি তাদের Redmi 13 5G ফোনের ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক অফার এবং EMI অপশন জারি করেছে। যারা একটি নতুন সস্তা 5G ফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ। এই ফোনে 8GB পর্যন্ত RAM, 5030mAh ব্যাটারি, 108 মেগাপিক্সেল ক্যামেরা, কোয়ালকম প্রসেসরের মতো বিভিন্ন ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের অফার, দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Redmi 13 5G ফোনের অফার এবং দাম
- Redmi 13 5G ফোনের দামে আপাতত 2,200 টাকার চেয়েও বেশি ফ্ল্যাট ডিসকাউন্ট এবং 1,500 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ফলে ইউজাররা এই ফোনটি 3,500 টাকা কম দামে কিনতে পারবেন।
- ফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ সহ বেস মডেল বর্তমানে 12,283 টাকা দামে সেল করা হচ্ছে। জানিয়ে রাখি এই ফোনের লঞ্চ প্রাইস 13,999 টাকা।
- 8GB RAM + 128GB স্টোরেজ সহ এই ফোনের টপ মডেলটি ডিসকাউন্ট সহ দাম 15,499 টাকার বদলে 13,299 টাকার বিনিময়ে কেনা যাবে।
- এই দুটি মডেলেই Axis, HDFC, Flipkart Axis Bank Credit Card, ICICI সহ অন্যান্য কিছু ব্যাঙ্কের পক্ষ থেকে 1,500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ডিসকাউন্ট ফুল এবং EMI উভয় ট্রানজংকশনের ক্ষেত্রে প্রযোজ্য।
- এই ফোনটি 3 থেকে 24 মাস পর্যন্ত সহজ কিস্তির বিনিময়ে কেনার অপশন রয়েছে। তবে এক্ষেত্রে গ্রাহকদের অতিরিক্ত সুদ দিতে হবে।
- এই ফোনটি Hawaiian Blue, Black Diamond এবং stylish Orchid Pink কালার অপশনে সেল করা হয়।
কোথা থেকে কিনবেন Redmi 13 5G?
শপিং সাইট ফ্লিপকার্টে উপরোক্ত সমস্ত অফার পাওয়া যাচ্ছে। নিচে দেওয়া ফ্লিপকার্ট লিঙ্কে ক্লিক করে সমস্ত অফার ডিটেইলস জানা যাবে। এছাড়াও Redmi 13 5G ফোনটি কোম্পানির ওয়েবসাইট এবং অফলাইন স্টোরের মাধ্যমে সেল করা হয়, সেক্ষেত্রে দাম কিছুটা আলাদা।
Redmi 13 5G ফোনের স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Redmi 13 5G ফোনে ফ্ল্যাট প্যানেল সহ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.79 ইঞ্চির FHD+ ডিসপ্লে রয়েছে যা 120 হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করে। কোম্পানি এই স্ক্রিনের নাম Wet Finger Touch Display রেখেছে। এই স্ক্রিন ভেজা হাতেও ব্যাবহার করা যাবে। এই স্ক্রিনের সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস 3 যোগ করা হয়েছে।
- প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং HyperOS সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.3GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 4 Gen 2 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 613 জিপিইউ রয়েছে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Redmi 13 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.75 অ্যাপার্চারযুক্ত 108MP Samsung ISOCELL HM6 প্রাইমারি সেন্সর এবং 2MP ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। Redmi 13 5G ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য এফ/2.45 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13MP Selfie camera রয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5030mAh ব্যাটারি যোগ করা হয়েছে। একবার ফুল চার্জের পর এই ফোনটি প্রায় 2 সপ্তাহের বেশি স্ট্যান্ডবাই দিতে সক্ষম। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 30 মিনিটের মধ্যে 50 শতাংশ চার্জ হয়ে যায়।
- ওএস: Redmi 13 5G ফোনটি Android 14 এবং Xiaomi HyperOS সহ পেশ করা হয়েছে।
- অন্যান্য ফিচার: Redmi 13 5G ফোনে ডুয়েল 5G সিম সাপোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে।