25 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে 6,000 এম‌এএইচ ব‍্যাটারী ও 64 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরাযুক্ত Samsung Galaxy M31

আমরা গত সপ্তাহে স‍্যামসাঙের আগামী স্মার্টফোন Samsung Galaxy M31 এর এক্সক্লুসিভ স্পেসিফিকেশন ইন্টারনেটে শেয়ার করেছি। আমরা ফোনটির ডিটেইলস জানানোর সঙ্গে সঙ্গে এও বলেছি যে কোম্পানির পক্ষ থেকে তাদের Samsung Galaxy M31 ফোনটি এই মাসের শেষের দিকে ভারতে লঞ্চ করে দেওয়া হবে। এবার আমাদের খবরকে সত্য প্রমাণ করে কোম্পানি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে স‍্যামসাং আগামী 25 ফেব্রুয়ারি তাদের ‘গ‍্যালাক্সি এম’ সিরিজের নতুন স্মার্টফোন Samsung Galaxy M31 ফোনটি ভারতে লঞ্চ করে দেবে। 

আরও পড়ুন: 5,000 এম‌এএইচ ব‍্যাটারী ও ডুয়েল রেয়ার ক‍্যামেরার সঙ্গে মাত্র 6,499 টাকা দামে লঞ্চ হল Xiaomi Redmi 8A Dual

শপিং সাইট আমাজনের মাধ্যমে Samsung Galaxy M31 এর লঞ্চ ডেট জানা গেছে। আমাজন ইন্ডিয়াতে Samsung Galaxy M31 এর প্রোডাক্ট পেজ বানানো হয়েছে এবং এখানে ফোনটির লঞ্চ ডেট বলা হয়েছে 25 ফেব্রুয়ারি। এর ফলে ফোনটির লঞ্চ ডেট জানার সঙ্গে সঙ্গে একদিকে যেমন জানা গেছে ফোনটি আমাজনে এক্সক্লুসিভ সেল করা হবে তেমনই ফোনটির ফোটো ও কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। 25 ফেব্রুয়ারি ফোনটি লঞ্চ হলেও কবে থেকে সেল করা হবে তা জানার জন্য লঞ্চের অপেক্ষা করা হচ্ছে।

Samsung Galaxy M31 

কোম্পানির পক্ষ থেকে তাদের Samsung Galaxy M31 ফোনটি বেজল লেস ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। ডিসপ্লের তিনদিক সম্পূর্ণভাবে সাইড প‍্যানেলের সঙ্গে জুড়ে থাকলেও নিচের দিকে অপেক্ষাকৃত চ‌ওড়া চিন পার্ট দেওয়া হয়েছে। ফোনটির ডিসপ্লের ওপর দিকে ‘ইউ’ শেপের ওয়াটারড্রপ নচ আছে। Samsung Galaxy M31 এর ব‍্যাক প‍্যানেলে ওপরের ডানদিকে ভার্টিক‍্যাল শেপে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির এই রেয়ার ক‍্যামেরা সেট‌আপ উল্টো ‘L’ শেপের। ক‍্যামেরা সেট‌আপে চারটি সেন্সরের সঙ্গে ফ্ল‍্যাশ লাইট ও সেন্সর ডিটেইলস লিখে দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং এক‌ইভাবে ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: Vodafone নিয়ে এল 499 টাকার নতুন প্ল‍্যান, 70 দিনের জন্য পাওয়া যাবে প্রতিদিন 1.5 জিবি 4জি ডেটা এবং ফ্রি আনলিমিটেড ভয়েস কল

স‍্যামসাং তাদের এই আগামী ফোনটি ফুল এইচডি+ রেজলিউশনযুক্ত সুপার এমোলেড ডিসপ্লের সঙ্গে লঞ্চ করবে। আমাজন থেকে জানা গেছে Samsung Galaxy M31 এর ব‍্যাক প‍্যানেলে 64 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 6,000 এম‌এএইচের বড় ব‍্যাটারী দেখা যাবে। প্রসঙ্গত জানিয়ে রাখি Samsung Galaxy M30s ফোনটিও কোম্পানির পক্ষ থেকে 6,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ করা হয়েছিল। 

এছাড়াও আমরা আমাদের সোর্স থেকে জানতে পেরেছি ভারতীয় মার্কেটে Samsung Galaxy M31 ফোনটি 4 জিবি ও 6 জিবি র‍্যামযুক্ত দুটি ভেরিয়েন্টে পেশ করা হবে। এর সঙ্গে এতে 64 জিবি ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে। Samsung Galaxy M31 ফোনটি কোম্পানির পক্ষ থেকে অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে লঞ্চ করা হবে যা ওয়ান‌ ইউআই 2.0 যুক্ত হবে। প্রসেসিঙের জন্য Samsung Galaxy M31 এ কোম্পানির নিজস্ব এক্সিনস 9611 চিপসেট দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here