মাত্র 5,999 টাকা দামে লঞ্চ হল নতুন Redmi A5 স্মার্টফোন, এই কোম্পানির সিম ব্যাবহার করলে পাওয়া যাবে বিনামূল্যে 50GB Data

সস্তা স্মার্টফোন প্রেমীদের জন্য রেডমি ভারতের বাজারে নতুন Airtel Exclusive Redmi A5 স্মার্টফোন পেশ করেছে। নাম দেখেই বোঝা যাচ্ছে এই ফোনটি ‘এক্সক্লুসিভ এয়ারটেল এডিশন’ স্মার্টফোন এবং ফোনটি রেডমি ও এয়ারটেলের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। মাত্র 5,999 টাকা দামের এই ফোনে বিভিন্ন টেলিকম বেনিফিট পাওয়া যাবে। প্রথমেই জানিয়ে রাখি এই ফোনে শুধুমাত্র এয়ারটেল সিম ব্যাবহার করা যাবে এবং এর পরিবর্তে কোম্পানির পক্ষ থেকে রিচার্জ প্ল্যানে ডিসকাউন্ট ও ফ্রি ইন্টারনেট ডেটা দেওয়া হবে।

Redmi A5 Airtel এডিশন ফোনটি কিনে এতে এয়ারটেল সিম ব্যাবহার করলে ইউজারদের কোম্পানির পক্ষ থেকে 7.5 শতাংশ ডিসকাউন্ট দেওয়া হবে। এই অফারে ইউজাররা সর্বোচ্চ 750 টাকা ছাড় পাবেন। এছাড়াও ইউজারদের বিনামূল্যে 50GB ইন্টারনেট ডেটা দেওয়া হবে। এই ফোনটি মাত্র 5999 টাকা দামে Jaisalmer Gold, Just Black এবং Pondicherry Blue কালার অপশনে সেল করা হবে।

Redmi A5 Airtel এডিশন ফোনটি কেনার পর এই ফোনে এয়ারটেল প্রিপেইড সিম কার্ড‌ই ব্যাবহার করতে হবে। এই ফোনে একটানা 18 মাস পর্যন্ত বাধ্যতামূলকভাবে এয়ারটেল সিম ব্যাবহার করতে হবে এবং এরপর ইউজাররা Jio, BSNL বা তাদের পছন্দ অনুযায়ী যে কোনো কোম্পানির সিম ব্যাবহার করতে পারবেন। আরেকটি উল্লেখযোগ্য শর্ত হল, এই 18 মাস পর্যন্ত সিম অ্যাক্টিভেট রাখার জন্য গ্ৰাহকদের প্রতি মাসে কমপক্ষে 299 টাকা দামের প্ল্যান রিচার্জ করতে হবে।

Redmi A5 ফোনটিতে 3GB RAM এর সঙ্গে 64GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে ইউনিসক টি7250 অক্টাকোর প্রসেসর রয়েছে। 12nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই প্রসেসর 1.8GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম।

এই সস্তা ফোনটি অ্যান্ড্রয়েড 15 ‘গো’ এডিশনে কাজ করে। Android Go Edition থাকার কারণে ফোনটিতে গুগল গো অ্যাপ ডাউনলোড এবং ইনস্টল করা যায়। এই ধরনের অ্যাপ ফোনে কম স্টোরেজ দখল করে। এক‌ই সঙ্গে অপেক্ষাকৃত দুর্বল প্রসেসর ও RAM থাকা সত্ত্বেও স্মুথ পারফরমেন্স দিতে পারে এবং কম ব্যাটারি ও ইন্টারনেট খরচ করে।

Redmi A5 ফোনে 1640 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.88-ইঞ্চির এইচডি+ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 600nits ব্রাইটনেস এবং 1500:1 কন্ট্রাস্ট রেশিও সাপোর্ট করে। ফোনটিতে চোখের সুরক্ষার জন্য Low Blue Light সার্টিফিকেশন রয়েছে। দামের তুলনায় বেশি রিফ্রেশ রেট ইউজারদের খুশি করতে পারে।

ফটোগ্রাফির জন্য Redmi A5 ফোনের রেয়ার ক্যামেরা সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 15W ফাস্ট চার্জিং ফিচার সহ 5,200mAh ব্যাটারি রয়েছে।

যারা বারবার মোবাইল অপারেটর পরিবর্তন করেন না তাদের জন্য Redmi A5 Airtel Exclusive ফোনটি যথেষ্ট উল্লেখযোগ্য। যেমন বয়স্ক মানুষদের জন্য এই ফোনটি বেশ কিছু ভালো অপশনের মধ্যে একটি হয়ে উঠতে পারে। এই ধরনের মানুষরা সাধারণত ভিডিও বা রীল দেখা, হোয়াটসঅ্যাপ ব্যাবহার এবং কল করার জন্য স্মার্টফোন ব্যাবহার করে থাকেন।

এই রেঞ্জে অর্থাৎ 5,999 টাকা দামে বাজারে রয়েছে Lava Bold N1 স্মার্টফোন। এটি একটি মেড ইন ইন্ডিয়া স্মার্টফোন এবং সবচেয়ে বড় কথা এতে যে কোনো কোম্পানির সিম ব্যাবহার করা যায়। এই ফোনে 4GB RAM + 64GB Storage দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে 6.75-ইঞ্চির HD+ স্ক্রিন, 13MP AI ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 5MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 10W চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here