শাওমি আগামী 4 মার্চ আন্তর্জাতিক স্তরে তাদের Redmi Note 10 সিরিজ লঞ্চ করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। কোম্পানি গত মাসেই জানিয়ে দিয়েছিল এই সিরিজ কোম্পানির পক্ষ থেকে গ্লোবাল টেক মঞ্চে পেশ করা হবে। তবে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানা যায়নি এই সিরিজে কোন কোন ফোন লঞ্চ করা হবে। শোনা যাচ্ছে এই সিরিজে Redmi Note 10 এর 4জি ও 5জি এবং Redmi Note 10 Pro এর 4জি ও 5জি মডেল মার্কেটে আনা হবে। এবার এই সিরিজের অফিসিয়াল লঞ্চের আগেই Redmi Note 10 এর লাইভ ইমেজ পাওয়া গেছে এবং ডিজাইনের পাশাপাশি স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে।
লাইভ ইমেজের আগে লিক হল হ্যান্ডস অন ভিডিও
XiaomiLeaksPH এই Redmi Note 10 এর লাইভ ইমেজ শেয়ার করেছে। লাইভ ইমেজের আগে একটি হ্যান্ডস অন ভিডিওতে ফোনটির পুরো ডিজাইন দেখানো হয়েছিল। চলুন এক নজরে ফোনটির নতুন রিপোর্টের পাশাপাশি পুরোনো ডিটেইলসে চোখ বুলিয়ে নেওয়া যাক।
স্পেসিফিকেশন
নতুন লিক অনুযায়ী Redmi Note 10 6.43 ইঞ্চির AMOLED ডিসপ্লে ও ওপরের দিকে মাঝ বরাবর পাঞ্চ হোল কাটআউট দেওয়া হবে। এই ফোনটি Qualcomm Snapdragon 678 চিপসেটে রান করবে এবং পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হবে বলে জানা গেছে। এই ফোনের ব্যাটারী 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড হতে পারে। এছাড়া এই ফোনে স্পীকার ও 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরার সঙ্গে একটি করে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ম্যাক্রো লেন্স থাকবে।
ডিজাইন
কিছু দিন আগে মনু কুমার জৈনজানিয়েছিলেন, Redmi Note 10 সিরিজে 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে ও 5 মেগাপিক্সেলের সুপার ম্যাক্রো লেন্স দেওয়া হবে। অন্যদিকে কয়েক দিন আগের হ্যান্ডস অন ভিডিওতে ফোনটির গ্ৰে কালার অপশন দেখা গেছে। ফোনের নিচের প্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট, 3.5 এমএম অডিও জ্যাক, স্পীকার গ্ৰিল ও মাইক্রোফোন দেওয়া হবে। এছাড়া এই ফোনে আরও একটি স্পীকার গ্ৰিল ও আইআর ব্লাস্টার থাকবে।
ওএস ও স্টোরেজ
ফোনটির ডানদিকের প্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন এবং বাঁদিকে সিম ট্রে দেওয়া হবে। ‘About Phone’ সেকশন থেকে জানা গেছে Redmi Note 10 ফোনটি মিইউআই 12 কাস্টম স্কিনের সঙ্গে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমে কাজ করবে এবং এতে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে।
আরও পড়ুন: 12GB RAM ও 4300mAh ব্যাটারীর সঙ্গে লঞ্চ হল অসাধারণ স্মার্টফোন OPPO Reno 5K
‘Redmi Note’ সিরিজের প্রতিপত্তি
কয়েক দিন আগের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছিল এখনও পর্যন্ত গ্লোবালি ‘রেডমি নোট’ সিরিজের 20 কোটিরও বেশি ইউনিট সেল করা হয়েছে। এই সিরিজের প্রথম ফোন 2014 সালে মার্কেটে আসে। কোম্পানি আরও জানিয়েছে রেডমি নোট 8 স্মার্টফোন 1 জানুয়ারি থেকে 30 জুনের মধ্যে গোটা বিশ্বে বিক্রি হওয়া দ্বিতীয় বেস্ট সেলিং স্মার্টফোন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন