Xiaomi এর কেরামতি: লঞ্চ করল বিশ্বের সবচেয়ে ছোট পাঞ্চ-হোল কাট‌আউটযুক্ত Redmi K40 স্মার্টফোন, এতে আছে 48MP ক‍্যামেরা ও 12GB RAM

অবশেষে আজ শাওমি চীনে Redmi K40 সিরিজ লঞ্চ করে দিয়েছে। কোম্পানি এই সিরিজে Redmi K40, Redmi K40 Pro এবং Redmi K40 Pro Plus নামের তিনটি স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী, এই সিরিজে বিশ্বের সবচেয়ে ছোট পাঞ্চ হোল কাট‌আউট যোগ করা হয়েছে। আরও আছে, Redmi K40 সিরিজে 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত এমোলেড ডিসপ্লে ও ডুয়েল স্টৈরিও স্পীকার ব‍্যবহার করা হয়েছে। চীনের বাইরে অন‍্যান‍্য মার্কেটে এই ফোন কবে লঞ্চ করা হবে সেবিষয়ে কিছু জানা যায়নি। এই পোস্টে আমরা Redmi K40 ফোনটির খুটিনাটি সম্পর্কে জানব।

আরও পড়ুন: ভারতে আসছে স‍্যামসাঙের সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন Samsung Galaxy A32, এতে আছে 5000mAh ব‍্যাটারীর ক্ষমতা ও 48MP ক‍্যামেরার যাদু

ডিজাইন ও লুক

Redmi K40 ফোনটি একদম বেজল লেস ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে এবং ডিসপ্লের ওপরের দিকে মাঝ বরাবর পাঞ্চ হোল কাট‌আউট অবস্থিত। এই পাঞ্চ হোলের মধ্যে ফোনের সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে এবং এর সাইজ মাত্র 2 এম‌এম। ডিসপ্লের চারদিকের বেজল অত‍্যন্ত ন‍্যারো। ফোনের ব‍্যাক প‍্যানেলে কিছুটা ডিম্বাকৃতির রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে যা অনেকটাই মি 11 ফোনটির মতো। এই সেট‌আপে দুটি বড় মাপের ক‍্যামেরা সেন্সর রয়েছে এবং সেট‌আপের পাশে একটি ছোট সাইজের লেন্স ও ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে।

ডিসপ্লে

Redmi K40 তে স‍্যামসাঙের তৈরি 6.67 ইঞ্চির AMOLED E4 ট্রুটোন ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 120 হার্টস রিফ্রেশরেট ও HDR 10+ সাপোর্ট করে। এই ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস 1,300 নিটস, কন্ট্রাস্ট রেশিও 5000000:1 এবং পিক্সেল ডেনসিটি 515 পিপিআই। এই ডিসপ্লের 120 হার্টস রিফ্রেশরেট প্রয়োজন হলে 30 হার্টস পর্যন্ত নিচে নামতে পারে। Redmi K40 এর ডিসপ্লের টাচ স‍্যাম্পেলিং রেট 360 হার্টস।

আরও পড়ুন: Samsung Galaxy A82 Dual হতে চলেছে স‍্যামসাঙের সবচেয়ে স্টাইলিশ স্মার্টফোন, অনবদ্য এর স্লাইডার ডিজাইন

শক্তিশালী প্রসেসর

এই কম দামের প্রিমিয়াম স্মার্টফোনে কোম্পানি 5জি সাপোর্টেড Qualcomm Snapdragon 870 SoC যোগ করেছে। কোম্পানির কথা অনুযায়ী স্ন‍্যাপড্রাগন 870 চিপসেটে sub-6 GHz ও mmWave এ 5জি স্মার্টফোন কাজ করবেএবং এটি Ultra-intuitive AI যুক্ত। অর্থাৎ মোবাইল গেমের শৌখিন ইউজারদের জন্য ফোনটি যথেষ্ট আকর্ষণীয় হতে চলেছে 

ক‍্যামেরা

ফোটোগ্রাফির জন্য Redmi K40 তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ ও সিঙ্গেল পাঞ্চ হোল ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে দেওয়া রেয়ার ক‍্যামেরা সেট‌আপে 48 মেগাপিক্সেলের এআই প্রাইমারি ক‍্যামেরা, 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জেনে অত‍্যন্ত সহজে Netflix থেকে ফিল্ম ডাউনলোড করার পদ্ধতি

ব‍্যাটারী ও কানেক্টিভিটি

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 33 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজিযুক্ত 4,520 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই টেকনোলজি ফোনের ব‍্যাটারী মাত্র 50 মিনিটের মধ্যে পুরোপুরি চার্জ করতে সক্ষম। এছাড়া কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে 5জি, 4জি এলটিই, ওয়াইফাই 6ই, ব্লুটুথ 5.2, জিপিএস/ এ-জিপিএস, এন‌এফসি, আইআর ব্লাস্টার ও ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে।

ভেরিয়েন্ট ও দাম

চীনে Redmi K40 এর বিভিন্ন ভেরিয়েন্টের দাম নিচে দেওয়া হল
6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 1,999 (প্রায় 22,400 টাকা),
8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 2,199 (প্রায় 24,700 টাকা),
8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 2,499 (প্রায় 28,000 টাকা) এবং
12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 2,699 (প্রায় 30,000 টাকা)

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here