Xiaomi Redmi ফ্যানদের জন্য 2023 সালটি বিশেষ হতে চলেছে। 5 জানুয়ারী কোম্পানি ভারতে একটি বড় ইভেন্টের আয়োজন করবে, যেখানে নতুন Redmi Note 12 সিরিজ লঞ্চ করা হবে। এই সিরিজের অধীনে Redmi Note 12, Note 12 Pro এবং 12 Pro+ স্মার্টফোনগুলি ভারতে লঞ্চ করা হবে। Note 12 Pro সিরিজের মিড-বাজেট স্মার্টফোনগুলি স্টাইলিশ লুক এবং দুর্দান্ত স্পেসিফিকেশন সহ ভারতীয় মার্কেটে লঞ্চ হবে। এই পোস্টে আপনাদের Redmi মোবাইলের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: VIVO নিয়ে এল একটি সস্তা 5G স্মার্টফোন, কম দামে পাওয়া যাবে 12GB RAM এর ক্ষমতা, দেখে নিন দাম
Redmi Note 12 Pro 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন (লিক)
- 6.67 OLED flexible স্ক্রিন
- 12GB RAM + 256GB স্টোরেজ
- MediaTek Dimensity 1080 SoC
- 50MP Sony IMX766 ক্যামেরা
- 67W + 5,000mAh ব্যাটারি
ডিসপ্লে – Redmi Note 12 Pro 5G ফোনটি 2400 x 1080 পিক্সেল রেজলিউশন এবং একটি 6.67-ইঞ্চি FullHD+ ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। এই স্ক্রিনটি OLED প্যানেলে তৈরি করা হবে যা 120Hz রিফ্রেশরেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেটে কাজ করবে। Note 12 Pro ফোনের ডিসপ্লেতে 900নিটস ব্রাইটনেস, 1920Hz PWM ডিমিং, HDR10+ এবং 10bit কালার ডেপথের মত ফিচারও থাকবে। এই ফোনের থিকনেস 7.9 mm।
ক্যামেরা – ফটোগ্রাফির জন্য Redmi Note 12 Pro ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে F/1.88 অ্যাপারচার যুক্ত একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি Sony IMX766 সেন্সর দেওয়া হবে, যা OIS ফিচার সাপোর্ট করবে। ব্যাক ক্যামেরা সেটআপে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট দেখা যাবে। আরও পড়ুন: আগামী 7 জানুয়ারি লঞ্চ হতে চলেছে এই কোম্পানির লো বাজেট ইলেকট্রিক স্কুটার, জেনে নিন দাম
প্রসেসর – Redmi Note 12 Pro 5G ফোনটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 1080 চিপসেটে লঞ্চ করা হবে যা 2.6GHz ক্লক স্পিড সহ অক্টা-কোর প্রসেসরে চলবে। এই মোবাইল ফোনটি গ্রাফিক্সের জন্য Mali-G68 GPU সাপোর্ট করবে। এই ফোনটি LPDDR4X RAM + UFS 2.2 স্টোরেজ টেকনোলজিতে কাজ করে।
ব্যাটারি – পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Note 12 Pro 5G-তে একটি বড় 5,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ফোনে PD3.0 ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে যা কয়েক মিনিটের মধ্যে ফোনের ব্যাটারি ফুল চার্জ করে। আরও পড়ুন: 4 জানুয়ারি লঞ্চ হবে Samsung Galaxy F04 স্মার্টফোন, দাম হবে 7 হাজারের কাছাকাছি
কানেক্টিভিটি – কানেক্টিভিটি অপশনের মধ্যে এই ফোনটি ডুয়াল সিম সাপোর্ট সাপোর্ট করবে এবং দুটি সিমেই 5G চালানো যাবে।এছাড়াও এই ফোনে 3.5mm জ্যাক, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.2, মিরাকাস্ট, ওয়াইফাই ডাইরেক্ট, ইনফ্রারেড এবং NFC এর মতো ফিচারও রয়েছে। এই ফোনটি IP53 ওয়াটারপ্রুফ রেটিং সহ পেশ করা হয়েছে।
দাম – ভারতে Redmi Note 12 Pro 5G ফোনের প্রারম্ভিক দাম প্রায় 17,000 টাকা হতে পারে। এই স্মার্টফোনটি চীনে চারটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। যার মধ্যে 6GB+128GB ভেরিয়েন্টটির দাম RMB 1,699 (প্রায় 19,000 টাকা), 8GB+128GB ভেরিয়েন্টটির দাম RMB 1,799 (প্রায় 20,500 টাকা),8GB+256GB ভেরিয়েন্টটির দাম RMB 1,899 এর জন্য (প্রায় 21,700 টাকা) এবং 12GB +256GB মডেলের দাম RMB 2,099 (প্রায় 23,900 টাকা)। আরও পড়ুন: 6টি নতুন ইলেকট্রিক বাইক নিয়ে কাজ করছে OLA, নতুন ই-স্কুটারের সাথে লঞ্চ হবে ক্রুজার বাইক এবং গাড়ি
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন