শীঘ্রই লঞ্চ হতে পারে Redmi Note 13 4G এবং Note 13 Pro 4G স্মার্টফোন, লিক হল উভয় ফোনের স্পেসিফিকেশন

আগামী 4 জানুয়ারি 2024 ভারতে Redmi Note 13 5G Series লঞ্চ হবে। এই সিরিজের অধীনে Redmi Note 13 5G, Redmi Note 13 Pro 5G এবং Redmi Note 13 Pro+ 5G ফোনগুলি পেশ করা হতে পারে। বাজারে এই 5জি ফোনগুলি লঞ্চের আগেই সিরিজের 4জি মডেলের ডিটেইলস জানা গেছে। নতুন লিকের মাধ্যমে Redmi Note 13 4G এবং Note 13 Pro 4G ফোনের স্পেসিফিকেশন জানা গেছে, এই বিষয়ে নিচে বিস্তারিত জানানো হল।

Redmi Note 13 4G এবং Note 13 Pro 4G এর স্পেসিফিকেশন (লিক)

ডিসপ্লে: লিক অনুযায়ী Redmi Note 13 4G এবং Note 13 Pro 4G ফোনে 6.67 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এমোলেড প্যানেলে তৈরি এই স্ক্রিন 120 হার্টস রিফ্রেশরেট এবং 1000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে।

প্রসেসর: Redmi Note 13 4G ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 চিপসেট এবং Redmi Note 13 Pro 4G ফোনে মিডিয়াটেক হেলিও জি99 প্রসেসর যোগ করা হতে পারে। লিক থেকে জানা গেছে এই দুটি ফোনই অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং মিইউআই 14 এ কাজ করবে।

স্টোরেজ: Redmi Note 13 4G এবং Note 13 Pro 4G ফোনে 12GB পর্যন্ত RAM এর সঙ্গে 512GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হবে। বাজারে ফোনের 8GB RAM ও 256GB স্টোরেজ মডেলও পেশ করা হতে পারে।

ক্যামেরা: এই দুটি ফোনেই ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। Note 13 4G ফোনে 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকতে পারে এবং Note 13 Pro 4G ফোনে 200 মেগাপিক্সেল সেন্সর দেওয়া হবে বলে জানা গেছে। এর সঙ্গে ম্যাক্রো লেন্স এবং আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে বলে আশা করা হচ্ছে।

অন্যান্য: এই দুটি ফোনেই Wi-Fi 5, Bluetooth 5.2 বং NFC এর মতো অ্যাডভান্স কানেক্টিভিটি অপশন পাওয়া যাবে। ের সঙ্গে এতে 3.5 এমএম জ্যাক ও আইআর ব্লাস্টার থাকবে বলে আশা করা হচ্ছে। লিক অনুযায়ী Note 13 Pro 4G ফোনটির ওজন 187 গ্রাম হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here