শাওমির সাব ব্র্যান্ড রেডমি তাদের 13 সিরিজের আপগ্রেট ভার্সন আপকামিং নোট 14 সম্পর্কে ক্রমাগত সমালোচনা হচ্ছে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়াল ঘোষণা করা হয়নি, তাঁর আগেই আপকামিং Redmi Note 14 Pro স্মার্টফোনটি Snapdragon 7s Gen 3 চিপসেট সহ বাজারে লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি 3সি সার্টিফিকেশন সাইটে ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনটিতে ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে বলে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi Note 14 Pro স্মার্টফোনটির গুরুত্বপূর্ণ ডিটেইলস সম্পর্কে।
Redmi Note 14 Pro এর চিপসেট ডিটেইলস (লিক)
- শাওমি টাইম HyperOS সোর্স কোডের মাধ্যমে আপকামিং Xiaomi 14 Pro ফোনটির প্রসেসর এবং ক্যামেরা সম্পর্কে জানা গেছে।
- লিক অনুযায়ী আসন্ন রেডিমি নোট 14 প্রো ফোনটি “Amethyst” কোড নেম এবং O16U মডেল নাম্বার সহ দেখা গেছে।
- প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Redmi Note 14 Pro ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 3 চিপসেট সহ লঞ্চ করা হতে পারে।
- জানিয়ে রাখি কোয়ালকম মঙ্গলবার একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে নতুন Snapdragon 7s Gen 3 চিপসেট সম্পর্কে ঘোষণা করেছে।
- এই প্রসেসর 4nm ফ্রেব্রিকেশনে তৈরি এবং অন-ডিভাইস-AI ফিচার সাপোর্ট করে।
- কোম্পানির বক্তব্য অনুযায়ী আগের চিপের থেকে Snapdragon 7s Gen 3 চিপসেট 20 শতাংশ বেশি ভালো পারফরমেন্স, 40 শতাংশ বেশি শক্তিশালী এবং 12 শতাংশ বেশি বিদ্যুৎ সাশ্রয় করতে পারে।
Redmi Note 14 Pro এর ক্যামেরা ডিটেইলস (লিক)
Redmi Note 14 Pro ফোনটির গ্লোবাল মডেল ট্রিপল ক্যামেরা সেটআপ সহ লঞ্চ করা হতে পারে বলে জানানো হয়েছে। এতে টেলিফটো সেন্সর থাকতে পারে। তবে চীনের মডেলে টেলিফটো লেন্স সেওয়া হবে বলে আশা করা হচ্ছে। তাই কোম্পানি গ্লোবাল এবং চীনের মডেলের ক্যামেরা সেটআপ আলাদা আলাদা ভাবে তৈরি করছে বলে মনে করা হচ্ছে।
Redmi Note 14 Pro এর 3C লিস্টিং
- 3C সার্টিফিকেশন সাইটে আপকামিং Redmi Note 14 Pro ফোনটি 24115RA8EC মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে।
- লিস্টিঙের মাধ্যমে ফোনটি অফিসিয়াল নাম সম্পর্কে জানা যায়নি, তবে এই ফোনটির Redmi Note 14 Pro 5G নাম হবে বলে মনে করা হচ্ছে।
- 3C সার্টিফিকেশন সাইট অনুযায়ী ফোনটি 90W ফাস্ট চার্জিং ফিচার সহ লঞ্চ করা হতে পারে।
- এই চার্জিং অ্যাডাপ্টার MDY-14-EC মডেল নাম্বার সহ দেখা গেছে।
Redmi Note 14 Pro এর অন্যান্য সম্ভাব্য ডিটেইলস
- সম্প্রতি প্রকাশ্যে আসা লিক অনুযায়ী Redmi Note 14 Pro ফোনটির ব্যাক প্যানেলে একদম অন্যরকম ক্যামেরা লেআউট দেখা গিয়েছিল।
- Redmi Note 14 Pro ফোনটিতে 1.5K এমোলেড ডিসপ্লে দেওয়া হবে বলে জানা গেছে।
- এই ফোনটিতে 90ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh বড়ো ব্যাটারি দেওয়া হতে পারে।
- আসন্ন ফোনটির ব্যাক প্যানেলে 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে।