শাওমি তাদের Redmi Note 14 সিরিজ লঞ্চের কথা ঘোষণা করে দিয়েছে। কোম্পানির অফিসিয়াল চাইনিজ ওয়েবসাইটে ফোনটির টিজার লিস্টেড করে দেওয়া হয়েছে। এর ফলে ফোনটির ডিজাইন দেখা গেছে। এই সিরিজে Redmi Note 14, Redmi Note 14 Pro এবং Redmi Note 14 Pro Plus 5G ফোন লঞ্চ করা হবে। এখনও পর্যন্ত নির্দিষ্ট লঞ্চ ডেট জানা যায়নি, তবে আগামী সপ্তাহে এই সিরিজ পেশ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং সিরিজ সম্পর্কে।
Redmi Note 14 সিরিজের টিজার
- টিজার ইমেজে কোম্পানির দুটি আপকামিং স্মার্টফোন দেখা গেছে। এই ফোনদুটি edmi Note 14 Pro এবং Redmi Note 14 Pro Plus হতে পারে।
- এই দুটি ফোনেই ব্যাক প্যানেলে কার্ভ স্কোয়ার শেপের ক্যামেরা দেখা গেছে এবং ব্যাক প্যানেলও যথেষ্ট কার্ভ।
- এই দুটি ফোনেই এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে।
- Redmi Note 14 Pro Plus ফোনে ক্যামেরা মডিউলের মধ্যেই ক্যামেরা সেটআপ অবস্থিত এবং Redmi Note 14 Pro ফোনে আলাদা আলাদা ক্যামেরা রিং থাকবে।
- কোম্পানির পক্ষ থেকে অ্যান্টি ফল, ওয়াটারপ্রুফ এবং সার্ভিস গ্যারান্টির ওপর জোর দিয়েছে।
- Redmi Note 14 সিরিজের ফোনগুলি জ; ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP68 রেটিং দেওয়া হবে।
- দুটি ফোনের মধ্যে একটি গ্রীন এবং একটি গ্রে কালারে টিজ করা হয়েছে। তবে ফোনগুলি একাধিক কালার অপশনে সেল করা হবে বলে মনে করা হচ্ছে।
Redmi Note 14 সিরিজের স্পেসিফিকেশন
গ্রীন কালার অপশনের Redmi Note 14 Pro Plus ফোনে OIS এবং f/1.6 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর দেওয়া হবে। এতে 60mm f/2.2 মিড ফোকাল লেন্থ থাকবে। অন্যান্য নোট ডিভাইসে OIS সহ 50MP AI ক্যামেরা যোগ করা হতে পারে। আপাতত অফিসিয়ালি এই ফোনগুলি সম্পর্কে কিছু জানানো হয়নি। ফোনগুলির সম্ভাব্য ডিটেইলস নিচে শেয়ার করা হল।
Redmi Note 14 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
- Redmi Note 14 ফোনটি সিরিজের সবচেয়ে সস্তা স্মার্টফোন হবে। রিপোর্ট অনুযায়ী এতে 1.5K AMOLED ডিসপ্লে থাকতে পারে। এটি আগের Redmi Note 13 ফোনের FHD প্যানেলের চেয়ে ভালো হবে।
- ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হবে বলে আশা করা হচ্ছে।
- এই আপকামিং ফোনে MediaTek Dimensity 6100+ চিপসেট যোগ করা হতে পারে।
Redmi Note 14 Pro এবং Plus ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
- Redmi Note 14 Pro এবং Redmi Note 14 Pro Plus ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত কার্ভ 1.5K OLED ডিসপ্লে দেওয়া হতে পারে।
- এই দুটি ফোনের ব্যাক প্যানেলেই 50 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে।
- Pro মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 3 চিপসেট থাকতে পারে। Pro+ ফোনে MediaTek Dimensity 7350 প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে।
- লিক ও লিস্টিং অনুযায়ী এর মধ্যে যে কোনো একটি মডেলে 90W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে।