প্রকাশ্যে এল REDMI Note 15 Pro সিরিজের টিজার, এই মাসে হতে চলেছে লঞ্চ

শাওমি সাব ব্রান্ড রেডমি গত বছরের নোট 14 সিরিজের আপগ্রেড ভার্সন হিসাবে REDMI Note 15 Pro সিরিজ লঞ্চ করতে চলেছে। কোম্পানির ওয়েবসাইট এবং চীনের মার্কেটিং হেডের মাধ্যমে এই বিষয়ে কনফার্ম জানানো হয়েছে। এই মাসেই আপকামিং ফোনটি লঞ্চ করা হবে বলে জানা গেছে। এখনও পর্যন্ত ফোনটির নাম সম্পর্কে জানা যায়নি, তবে আগের মতো এই সিরিজের অধীনে REDMI Note 15, REDMI Note 15 Pro ও REDMI Note 15 Pro Plus ফোন পেশ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক REDMI Note 15 Pro সিরিজের ডিটেইল সম্পর্কে।

কোম্পানির মার্কেটিং গেনারেল ম্যানেজার এবং রেডমি ব্র্যান্ড হেড ওয়াং-তেং জানিয়েছেন এই মাসের শেষের দিকে রেডমি নোট 15 সিরিজ লঞ্চ হবে।রেডমি তাদের আপকামিং Note 15 সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। একইসঙ্গে কোম্পানির ওয়েবসাইটেও এই সিরিজের পোস্টার দেখা গেছে। ব্র্যান্ড হেড পোস্টের মাধ্যমে কোম্পানির বেশ কিছু হিসাব শেয়ার করেছেন। এই তথ্য অনুযায়ী 100 এর বেশি দেশ জুড়ে রেডমি নোট মডেল সেল করা হয়। 2025 সালের প্রথম ছয় মাসের মধ্যে এটি $175 থেকে $499 প্রাইস রেঞ্জে বিশ্বের সবচেয়ে বেশি সেল হওয়া ঘরোয়া স্মার্টফোন হয়ে উঠেছে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী নোট 15 প্রো সিরিজকে 2025 সালের “টপ স্ট্যান্ডার্ড” হিসাবে তৈরি করা হবে এবং এতে প্রতিটি ক্ষেত্রে দুর্দান্ত কোয়ালিটি উপভোগ করা যাবে।

এখনও পর্যন্ত ভারতের বাজারে লঞ্চ সম্পর্কে জানানো হয়নি, তবে আগের ধারা বজায় রেখে চীনে লঞ্চের কিছু দিন পরেই ভারতে নোট 15 সিরিজ পেশ করা হতে পারে।

চীনের 3C সার্টিফিকেশন সাইটে নোট 15 প্রো ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনটি 90W ফাস্ট চার্জিং সহ দেখা গিয়েছিল। অন্যদিকে MIIT সার্টিফিকেশন সাইটে নোট 15 প্রো+ ফোনটি লিস্টেড হয়েছিল। এর মাধ্যমে BeiDou সিস্টেমের মাধ্যমে স্যাটেলাইট ম্যাসেজিং সাপোর্ট করবে বলে জানা গেছে। অর্থাৎ এটি রেডমির স্যাটেলাইট কানেক্টিভিটি সহ প্রথম ফোন হতে পারে। এখনও পর্যন্ত কোম্পানির ফ্ল্যাগশিপ K সিরিজে এই ফিচার ব্যাবহার করা হয়নি।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী রেডমি নোট 15 প্রো ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 7এস সিরিজের চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটিতে কোয়াড কার্ভড OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। ডিসপ্লেয়ের চারদিকে অত্যন্ত পাতলা বেজাল থাকতে পারে। একইসঙ্গে ফোনটিতে 1.5K রেজোলিউশন সাপোর্ট করতে পারে। ফটোগ্রাফির জন্য ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল হাই-কোয়ালিটি প্রাইমারি সেন্সর দেওয়া হতে পারে। একইভাবে এতে বড় সেন্সর সাইজ সহ 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স যোগ করা হতে পারে।

অন্যান্য ফিচার হিসাবে সিমেট্রিকল ডুয়েল স্পিকার এবং জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP66, IP68 এবং IP69 রেটিং দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে। আগের নোট 14 প্রো ফোনটিতেও একই ফিচার ছিল। একইসঙ্গে 1.5K আই প্রোটেকশন ডিসপ্লে থাকতে পারে। যারা মিড বাজেট রেঞ্জে প্রিমিয়াম ডিজাইন, হাই-এন্ড ডিসপ্লে, দারুণ ক্যামেরা এবং শক্তিশালী পারফরমেন্স সহ ফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোনটি একটি ভালো অপশন হতে চলেছে। পরবর্তী সময়ে রেডমি নোট 15 সিরিজের আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে। ভবিষ্যতে এই বিষয়ে তথ্য প্রকাশ্যে এলে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here