48 মেগাপিক্সেল ক‍্যামেরা ও দুর্দান্ত ফিচারের সঙ্গে এলো Resmi Note 7S, জেনে নিন দাম

চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি শাওমি আজ Resmi Note 7 সিরিজে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করলো। এই স্মার্টফোনটি কোম্পানি Resmi Note 7S নামে লঞ্চ করেছে। এর আগে কোম্পানি Resmi Note 7 Pro ও Resmi Note 7 স্মার্টফোন লঞ্চ করেছিল। তবে Resmi Note 7 Pro ও Resmi Note 7S ফোনদুটির মধ্যে খুব বেশি পার্থক্য নেই।

Vodafone ইউজাররা এক বছর ধরে প্রতিদিন পাবেন 1.5 জিবি ডেটা বিনামূল্যে, জেনে নিন কিভাবে?

কোম্পানি চীনে Resmi Note 7 লঞ্চ করেছিল, যা এখন 48 মেগাপিক্সেল ক‍্যামেরার সঙ্গে Resmi Note 7S নামে ভারতে লঞ্চ করা হয়েছে। ফোনটির রেয়ার প‍্যানেলে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়ায় ফোনটির বডি যথেষ্ট উজ্জ্বল ও চকচকে।

দাম ও সেল
কোম্পানি Resmi Note 7S ফোনটির দুটি ভেরিয়েন্ট লঞ্চ করেছে। ফোনটির 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 10,999 টাকা ও 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 12,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি।আগামী 23 মে থেকে ফ্লিপকার্ট ও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট মি ডট কমে সেল করা হবে।

এক্সক্লুসিভ : খুব তাড়াতাড়ি লঞ্চ হবে Vivo Y15 ও Vivo Y12, এতে থাকবে 5,000 এম‌এএইচ ব‍্যাটারী ও ট্রিপল রেয়ার ক‍্যামেরা

ডিজাইন ও ডিসপ্লে
Resmi Note 7S এ 6.3 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। ফোনের ডিসপ্লেকে সুরক্ষিত রাখার জন্য শাওমি এতে গোরিলা গ্লাস 5 ব‍্যবহার করেছে। ফোনটি গ্লাস বডি দিয়ে তৈরি করা হয়েছে যার ফ্রন্ট ও ব‍্যাক উভয় প‍্যানেল 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্ট করা হয়েছে। এতে 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস ডিসপ্লে দেওয়া হয়েছে যার ওপরের দিকে “ইউ” শেপের ওয়াটারড্রপ নচ আছে।

প্রসেসর ও অপারেটিং সিস্টেম
ফোনে প্রসেসিঙের জন্য অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 660 চিপসেট দেওয়া হয়েছে। এর সঙ্গে Resmi Note 7S এ অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে শাওমির ইউজার ইন্টারফেস মিইউআই 10 কাজ করে।

ফেসবুকের থেকেও এগিয়ে Tik Tok

ক‍্যামেরা
ফোটোগ্ৰাফির জন্য শাওমি Resmi Note 7S এর ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সিং সেন্সর দেওয়া হয়েছে। ভিডিও কল ও সেলফির জন্য এতে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

ব‍্যাটারী ও কানেক্টিভিটি
শাওমির Resmi Note 7S এ 4জি এলটিইর সঙ্গে ডুয়েল সিম সাপোর্ট করে। সিকিউরিটির জন্য ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও Resmi Note 7S এ ফেস আনলক ফিচার‌ও সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে কুইক চার্জ 4 সাপোর্টেড 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। অডিওর জন্য Resmi Note 7S তে 3.5 এম‌এম অডিও জ‍্যাক দেওয়া হয়েছে এবং এক্সটার্নাল ইউএসবি ড্রাইভের জন্য এতে ইউএসবি টাইপ সি আছে।

এই খবরটি হিন্দিতে পড়ার জন্য এখানে ক্লিক করুন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here